Dawat e Islami Aur Islah e Muashrah

Book Name:Dawat e Islami Aur Islah e Muashrah

যদি আপনার মন খুশি হয়, তাহলে নিন আরো পানের পিক ফেলুন আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর সহনশীলতা এবং এমন দয়ার্দ্র ব্যবহার দেখে দুষ্ট তরুণদের মাথা লজ্জায় নত হয়ে গেলো তখন তারা বুঝতে পারলো যে তাদের ভুল হয়েছে, তাই তারা ক্ষমা চাইলো আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ মুচকি হেসে বললেন: এভাবে ক্ষমা করা যাবে না, এর জন্য আমার সাথে চা খেতে হবে اَللهُ اَكْبَرُ একদিকে অভদ্র আচরণ করা দুষ্ট তরুণ, অন্যদিকে আমলদার মুবাল্লিগের এমন দয়ার্দ্র ব্যবহার...!! এমন কে আছে যার হৃদয় এমন দয়ার্দ্র ব্যবহারে সিক্ত হবে না? তরুণরা দয়ার এমন বর্ষণ দেখে খুবই প্রভাবিত হলো তারা আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর চায়ের দাওয়াত কবুল করলো চা পান করার সময় আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ তাদেরকে দাওয়াতে ইসলামী সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমায় অংশগ্রহণের দাওয়াত দিলেন যেহেতু তরুণরা ইতিমধ্যেই তার দ্বারা প্রভাবিত হয়ে গিয়েছিলো, তাই তারা আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর দাওয়াত কবুল করলো এবং দাওয়াতে ইসলামী সাপ্তাহিক ইজতিমায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে গেলো সেই তরুণরা যখন সাপ্তাহিক ইজতিমায় উপস্থিত হলো, তখন তারা অবাক নয়নে দেখতে লাগলো যে, তারা যাকে একজন সাধারণ মানুষ বলে দূর্ব্যবহার করেছিলো, তিনিই হাজারো লোকের ইজতিমায় বয়ান করছেন এবং ইজতিমায় অংশগ্রহণকারীরা অত্যন্ত ভক্তি মনোযোগের সাথে তার বয়ান শুনছে এই যুবকরা কাছে বসা ইসলামী ভাইকে জিজ্ঞাসা করলো: এই বয়ানকারী মুবাল্লিগ কে? তিনি বললেন: ইনি হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ কথা শোনার পর তরুণরা আরও বেশি প্রভাবিত হলো বয়ান শেষে আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ খুবই আবেগঘন দোয়া করলেন, তখন সেই তরুণরাও অঝোর ধারায় কান্না করে নিজেদের গুনাহ থেকে তাওবা করলো আর শুধু নিজেই নেক কাজে নিয়োজিত হলো না বরং অন্যদেরও নেকির দাওয়াত দেওয়ার কাজে লেগে গেলো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    আল্লাহ পাক শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর উপর কোটি কোটি রহমত বর্ষণ করুক এবং তাকে নেক হায়াত দান করুক। এ হচ্ছে আমীরে