Book Name:Dawat e Islami Aur Islah e Muashrah
ইসলামী অজ্ঞতার অন্ধকার দূর করছে, দ্বীনী জ্ঞানের আলো বিতরণ করছে এবং মহান আল্লাহর রহমতে সমাজে সৃষ্টি হওয়া অনাচারের বিরুদ্ধে শক্ত দেয়াল রূপে দাঁড়াচ্ছে। * সমাজের কলুষিত এমন কোন দিক আছে- যা শুধরানোর চেষ্টা দা’ওয়াতে ইসলামী করছে না? জীবনের এমন কোন ক্ষেত্র আছে যেখানে দা’ওয়াতে ইসলামী নেকীর দাওয়াত প্রসার করছে না? * اَلْحَمْدُ لِلّٰه দা’ওয়াতে ইসলামী প্রত্যেক দিকে আছে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আছে * মালিক থেকে মজদুর, * আইনজীবী, বিচারক থেকে অভিযুক্ত, * পুলিশ থেকে অপরাধী, * ব্যবসায়ী, কোম্পানি থেকে খুচরা দোকানদার, * ছোট থেকে বড় আর বড় থেকে ছোট, মহান আল্লাহর রহমতে দা’ওয়াতে ইসলামী প্রায় প্রতিটি সেক্টরে নেকির দাওয়াত প্রসার করে আলো বিতরণে নিয়োজিত রয়েছে।
আদর্শ সমাজ ও দা’ওয়াতে ইসলামী
প্রিয় ইসলামী ভাইয়েরা! একটি আদর্শ সমাজের জন্য যে জিনিসগুলি প্রয়োজন অথবা অন্যভাবে বললে, একটি সত্যিকারের ইসলামী সমাজ যে ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে, আপনি যদি সেই ভিত্তিগুলি বিবেচনা করেন তবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হলো খোদাভীতি এবং রাসূলের ভালোবাসা।
ইসলামী সমাজের প্রথম ভিত্তি: খোদাভীতি
প্রিয় ইসলামী ভাইয়েরা! সত্যিকারের ইসলামী সমাজের প্রথম গুরুত্বপূর্ণ ভিত্তি হলো খোদাভীতি। যতক্ষণ না অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়, ততক্ষণ মন্দকে এড়িয়ে চলা খুবই দুষ্কর। এমন কত মানুষ আছে যাদেরকে বাইরে থেকে খুব ভালো মনে হয়, কিন্তু তারা নির্জনে পাপের অন্ধকারে নিমজ্জিত। খোদাভীতিই সেই মহান নেয়ামত যা একজন মানুষের ভেতর ও বাহিরকে শুধরে দেয়। তখন মানুষ জনসম্মুখেও পাপ পরিহার করে এবং নির্জনতায়ও গুনাহের দিকে পা বাড়ায় না।
ইহইয়াউল উলূম গ্রন্থে রয়েছে: খোদাভীতি হলো আল্লাহ পাক ও তাঁর বান্দার মাঝে একটি লাগাম। যখন এই লাগাম ছিন্ন হয়ে যায় তখন বান্দা ধ্বংস হয়ে যায়। (ইহইয়াউল উলূম, খণ্ড ৪, পৃষ্ঠা ১৯৭) আল্লামা ইবনে জাওযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: খোদাভীতির মাধ্যমে