Dawat e Islami Aur Islah e Muashrah

Book Name:Dawat e Islami Aur Islah e Muashrah

    নিশ্চয়ই বর্তমান যুগে দাওয়াতে ইসলামী দ্বীনি পরিবেশ  মহান আল্লাহ এক বিরাট নেয়ামত, এর জন্য যতই শুকরিয়া আদায় করা হোক, কম হবে দাওয়াতে ইসলামী দিবস উপলক্ষে শুকরানা নফল নামায আদায় করুন বরং আরো ভালো হয় আমরা যদি দাওয়াতে ইসলামের দ্বীনি পরিবেশ লাভের শুকরিয়া স্বরূপ মাদানী কাফেলার মুসাফির হয়ে যাই, সুন্নাত শিখি এবং নেকির দাওয়াত প্রসারে দাওয়াতে ইসলামী সাথে যথাসাধ্য সঙ্গ দেই আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো

اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

 

তিন নাম্বার নেক আমলের প্রতি উৎসাহ প্রদান

    প্রিয় ইসলামী ভাইয়েরা! দাওয়াতে ইসলামী প্রতিষ্ঠাতা, শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ আমাদেরকে একটি মাদানী উদ্দেশ্য দিয়েছেন যেআমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবেএর  অর্থ হলো নিজেও নেককার হওয়া, অন্যকেও নেককার বানানো, নিজেও নামাযী হওয়া অন্যকেও নামাযী বানানো এই জন্যই আমীরে আহলে সুন্নাত আমাদেরকে ৭২টি নেক আমলের মধ্যে একটি নেক আমল দিয়েছেন, তা হলো; আজকে আপনি বাসা, বাজার, মার্কেট ইত্যাদি যেখানেই ছিলেন, নামাযের ওয়াক্তে নামায পড়ার পূর্বে নামাযের দাওয়াত দিয়েছেন কি? এই নেক আমলের ওপর যদি আমরা আমল করি তাহলে নিজেও নামাযী হয়ে যাবো এবং অন্যকেও নামাযী বানাতে সফল হবো আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন

    اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামী একটি জীবন পরিবর্তনকারী সংগঠন, আপনিও আশিকানে রাসূলের এই দ্বীনি সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে যান, সাব ইউনিটের ১২ দ্বীনী কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন اِنْ شَآءَ الله দ্বীন দুনিয়ার অসংখ্য বরকত লাভ হবে

দাওয়াতে ইসলামীর দিনরাত

    হে আশিকানে রাসূল! আল্লাহ পাকের অনুগ্রহ ও করুণায় তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নজরে করমে এবং আউলিয়ায়ে কেরামের ফয়যানের বরকতে দাওয়াতে ইসলামী দিনরাত উন্নতির সোপান অতিক্রম করে চলেছে। বর্তমানে শতাধিক বিভাগের