Dawat e Islami Aur Islah e Muashrah

Book Name:Dawat e Islami Aur Islah e Muashrah

করতে হবে? এর পদ্ধতি কি হবে? দাওয়াতে ইসলামী তার পূর্ণাঙ্গ সিস্টেম দিয়েছে আল্লাহ পাক শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর উপর রহমত অবতীর্ণ করুন, তিনি বিশ্বব্যাপী আশিকানে রাসূলকে নেক আমল উপহার দিয়েছেন, ইসলামী ভাইদের জন্য ৭২টি নেক আমল, ইসলামী বোনদের জন্য ৬৩টি, মাদরাসাতুল মদীনার ছাত্রদের জন্য ৪০টি, জামিয়াতুল মদীনার ছাত্রদের জন্য ৯২টি নেক আমল নেক আমল নামে একটি পুস্তিকা রয়েছে, এতে বিভিন্ন প্রশ্ন লেখা আছে, প্রত্যেক প্রশ্নের নিচে খালি ঘর দেওয়া আছে প্রতিদিন নির্দিষ্ট সময়ে এই প্রশ্নগুলো পড়ে সারাদিনের আমলের পর্যেবক্ষণ করুন এবং খালি ঘর গুলো পূরণ করুন

    اَلْحَمْدُ لِلّٰه সারা বিশ্বে লক্ষ লক্ষ আশিকানে রাসূল আছেন যারা নেক আমল নামক পুস্তিকাটি পূরণ করেন এবং তার মাধ্যমে আত্মপর্যালোচনা করে নিজের সংশোধনের জন্য সচেষ্ট থাকেন মহান আল্লাহ পাকে অনুগ্রহে বর্তমান যুগে দাওয়াতে ইসলামী একটি বিশেষ কৃতিত্ব হলো দাওয়াতে ইসলামী লক্ষ লক্ষ আশিকানে  রাসূলকে বাস্তবিক রূপে নিজের সংশোধনের চিন্তক বানিয়েছে

দাওয়াতে ইসলামী দিবসের আড়ম্বর

    প্রিয় ইসলামী ভাইয়েরা! ২রা সেপ্টেম্বর, দাওয়াতে ইসলামী দিবস দাওয়াতে ইসলামী সূচনা ২রা সেপ্টেম্বর ১৯৮১তে হয়েছিলো اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামী ৪২ বছরের মধ্যে অনেক বড় বড় সাফল্য অর্জন করেছে, এর বর্ণনা এই অল্প সময়ে সম্ভব নয় আগামীকাল দাওয়াতে ইসলামী দিবস উপলক্ষে মাদানী চ্যানেলের বিশেষ ট্রান্সমিশন দেখুন, আপনি জানতে পারবেন আপনার দাওয়াতে ইসলামী সারা বিশ্বে কীভাবে দ্বীনের খেদমতে সচেষ্ট আছে

    আল্লাহ পাক দাওয়াতে ইসলামীকে দিন দিন আরও উন্নতি দান করুক, দাওয়াতে ইসলামী এবং দাওয়াতে ইসলামীওয়ালাদের উপর, বিশেষ করে দাওয়াতে ইসলামী প্রতিষ্ঠাতা, শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর উপর কোটি কোটি রহমত অবতীর্ণ করুক