Dawat e Islami Aur Islah e Muashrah

Book Name:Dawat e Islami Aur Islah e Muashrah

ইসলামী দ্বীনি পরিবেশে আল্লাহ পাক দাওয়াতে ইসলামী দ্বীনি পরিবেশের ওয়াসিলায় আমাদেরকে দয়া করুক এবং ইশকে রাসূলের দৌলত আমাদেরও নসীব হোক এবং আমরাও যেন সাচ্চা বা-আমল আশিকে রাসূল  হতে সফলকাম হই

আদর্শ সমাজের তৃতীয় ভিত্তি : দ্বীনি জ্ঞান

    প্রিয় ইসলামী ভাইয়েরা! একটি আদর্শ ইসলামী সমাজের তৃতীয় গুরুত্বপূর্ণ ভিত্তি হলো ইলমে দ্বীন পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে:

 

قُلۡ ہَلۡ  یَسۡتَوِی الَّذِیۡنَ یَعۡلَمُوۡنَ وَ الَّذِیۡنَ لَا یَعۡلَمُوۡنَ ؕ

(পারা ২৩, যুমার, আয়াত )

কানযুল ঈমান থেকে অনুবাদ: আপনি বলে দিন, জ্ঞানী এবং মূর্খ তারা কি সমান?

 

    একটু কল্পনা করুন! যদি এমন একটি শহর থাকে, যেখানে সবাই অন্ধ, কারো চোখ নেই, তাহলে এমন শহর কি উন্নতি করতে পারে? না, পারে না উন্নতি করা দূরে থাক, বেঁচে থাকাও কঠিন হয়ে পড়বে এই হলো জ্ঞান অজ্ঞতার উদাহরণ সমাজে দ্বীনি জ্ঞানের প্রসার না ঘটলে সমাজ সংস্কার করা, একটি সমাজকে আদর্শ সমাজে রূপান্তরিত করা খুবই কঠিন কাজ আজও বিশ্বের মানচিত্রে এমন কিছু এলাকা রয়েছে যেখানে ধর্মীয় জ্ঞান একেবারে না থাকার মতো এই কারণে সেখানে কোনো সভ্যতা, সংস্কৃতি, আদব-কায়দা, অন্যের অধিকার রক্ষার মনোভাব কিছুই নেই থেকে বোঝা যায় সমাজ সংস্কারের জন্য দ্বীনি জ্ঞান কতটা গুরুত্বপুর্ণ

 

দা’ওয়াতে ইসলামী ও দ্বীনি জ্ঞানের প্রসার

    এবার দেখা যাক দা’ওয়াতে ইসলামী কিভাবে সমাজে দ্বীনি জ্ঞান প্রসারে সচেষ্ট রয়েছে। দা’ওয়াতে ইসলামীর একটি বিভাগ হলো মাদরাসাতুল মদীনা: যেখানে ছোট ছেলেমেয়েদেরকে বিনামূল্যে সহীহ শুদ্ধভাবে কুরআনের হিফয ও নাযেরা শিক্ষা দেওয়া হয়। * প্রাপ্তবয়স্ক নারী পুরুষদের কুরআন শিক্ষা: এখানে বয়স্ক ইসলামী ভাই এবং ইসলামী বোনদের সঠিক উচ্চারণ সহ পবিত্র কুরআন শেখানো হয়। * জামিয়াতুল মদীনা: এখানে পুরুষ ও মহিলা শিক্ষার্থীদের দরসে নিযামী (অর্থাৎ আলিম ও আলিমা কোর্স) করানো হয় এবং অন্যান্য দ্বীনি শিক্ষা দেওয়া হয়। * ফয়যান অনলাইন একাডেমি: