Book Name:Dawat e Islami Aur Islah e Muashrah
মাধ্যমে বিশ্বজুড়ে বিভিন্ন শ্রেণির মানুষকে ইসলামের বাস্তব চেতনায় দীক্ষিত করে তাদেরকে ইসলামের ছায়াতলে আবদ্ধ রাখছে। বাস্তবতা হলো যে, দা’ওয়াতে ইসলামীর দ্বীনী কাজের তালিকা অনেক দীর্ঘ, তাই এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করার প্রয়োজন অনুভূত হচ্ছিলো যেখানে বিশ্বজুড়ে দা’ওয়াতে ইসলামীর অধীনে পরিচালিত দ্বীনি কাজের আপডেট ও খবর লিখিত রূপে সংরক্ষণ করা যায়। এই লক্ষ্যকে সামনে রেখে একটি বিভাগ প্রতিষ্ঠা করা হয়, দা’ওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ যার নামকরণ করেন “দা’ওয়াতে ইসলামীর দিনরাত।” এটি এমন একটি ওয়েবসাইট যেখানে দৈনিক ভিত্তিতে দা’ওয়াতে ইসলামীর দ্বীনি কাজের আপডেট আপলোড করা হয়, মাদানী মুযাকারার প্রশ্নোত্তর, বিভিন্ন বিভাগের পরিচিতি এবং আকর্ষণীয় বিষয়বস্তু নিয়ে ইসলামী কলাম -এর অন্তর্ভুক্ত। আপনিও যদি দা’ওয়াতে ইসলামীর দ্বীনি কার্যক্রম সম্পর্কে আপডেট পেতে চান, তাহলে আমাদের ওয়েবসাইট news. dawateislami.net ভিজিট করুন।
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন, সৎসঙ্গ সম্পর্কিত কতিপয় মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি: প্রথমে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুটি বাণী লক্ষ্য করি;
১. ইরশাদ করেন: اَلْمَرْءُ مَعَ مَنْ اَحَبَّ অর্থাৎ মানুষ যাকে ভালবাসে তার সাথেই থাকবে। (মুসলিম, পৃষ্ঠা: ১০৮৮, হাদীস: ৬৭১৮) ২. اَلْمَرْءُ عَلیٰ دِیْنِ خَلِیْلِہِ فَلْیَنْظُرْ اَحَدُ کُمْ مَنْ یُّخَالِلُ অর্থাৎ মানুষ তার বন্ধুর দ্বীন এবং চাল-চলনের উপর জীবন যাপন করে, তাই জরুরি হলো- সে কার সাথে বন্ধুত্ব করে তার প্রতি লক্ষ্য রাখা। (মুসনাদে আহমদ বিন হাম্বল, ২৩৩/৩, হাদীস ৮৪২৫) * সৎ এবং অসৎ সঙ্গের উদাহরণ হলো কস্তুরী (মেশকে আম্বর) বহনকারী এবং কামারের মতো। কস্তুরী বহনকারী হয় তোমাকে এমনিতেই দেবে অথবা তুমি তার কাছ থেকে কিছু ক্রয় করবে অথবা তার কাছ থেকে উত্তম সুগন্ধি পাবে এবং কামার হয় তোমার কাপড় পুড়িয়ে ফেলবে নতুবা তার কাছ থেকে তুমি দুর্গন্ধ পাবে। (মুসলিম, পৃষ্ঠা ১০৮৪, হাদীস-৬৬৯২) * হাদীস শরীফে উল্লেখ রয়েছে, বড়দের সংস্পর্শে বসো এবং উলামায়ে কেরামের কাছ থেকে জিজ্ঞেস করো আর প্রজ্ঞাবানদের সাথে মেলামেশা করো।
(মু'জামে কবীর, ১২৫/২২, হাদীস ৩২৪)