Dawat e Islami Aur Islah e Muashrah

Book Name:Dawat e Islami Aur Islah e Muashrah

    হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

দুষ্ট তরুণের সংশোধন কীভাবে হলো...?

    আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর শুরুর দিকের  কথা, একবার শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত, দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ কোথাও বয়ান শেষে পায়ে হেঁটে ঘরে ফিরছিলেন। রাত অনেক হয়ে গিয়েছিলো, দুইজন ইসলামী ভাইও তাঁর সাথে ছিলেন, পথে ফুটপাতে কয়েকজন যুবক বসে খোশগল্পে মেতে ছিলো। পোশাক আশাক দেখে মনে হচ্ছিলো না- তারা কোনো ভদ্র ঘরের সন্তান। আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ যখন তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। তাদের মধ্যে এক তরুণের মাথায় দুষ্ট বুদ্ধি খেললো, সে আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পোশাকে পানের পিক ফেললো, তাতে আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পোশাক নোংরা হয়ে গেলো। এই অসভ্য আচরণে যদিও খুব রাগ করার কথা  কিন্তু একজন মুবাল্লিগ প্রতিটি পরিস্থিতিতে, প্রতিটি ক্ষেত্রে মুবাল্লিগ, নিজের স্বার্থে রাগ করেন না, বরং নম্রতা ও হিকমতে আ’মলী (কর্মকৌশল) এর মাধ্যমে নেকির দাওয়াত প্রচার করেন। শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ ও তাই করলেন। তিনি সেই দুষ্ট তরুণের কাছে গেলেন, তাকে সালাম দিলেন আর খুব নম্রতার সাথে বললেন: প্রিয় ভাই, আমার গায়ে পানের পিক ফেলে আপনার কী লাভ হয়েছে? দুষ্টু তরুণ বিদ্রুপের সুরে বললো: ব্যস, আলেমদের উত্যক্ত করতে আমাদের ভালো লাগে। একথা শুনে আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ তাঁর পাঞ্জাবির কিনারা মেলে ধরে গম্ভীর হয়ে বললেন: এতে