Book Name:Dawat e Islami Aur Islah e Muashrah
পিতামাতা, সন্তান সন্ততি এবং সমস্ত মানুষ অপেক্ষা অধিক প্রিয় হবো না।” (বুখারী, পৃষ্ঠা ৭৪, হাদীস ১৫)
দা’ওয়াতে ইসলামী ও ইশকে রাসুলের প্রসার
اَلْحَمْدُ لِلّٰه আপনার দা’ওয়াতে ইসলামী ইশকে রাসুলের প্রদীপ প্রজ্জ্বলিত করে। শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত, দা’ওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযভী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ নিজেও অনেক বড় আশিকে রাসূল এবং তিনি কোটি কোটি হৃদয়ে ইশকে রাসুলের প্রদীপ প্রজ্জ্বলিত করেছেন। আর আল্লাহর রহমতে দা’ওয়াতে ইসলামী শুধু ইশকে রাসূলের স্লোগানে সীমাবদ্ধ নয়, দা’ওয়াতে ইসলামী আমলদার আশিকে রাসূল তৈরি করে। এমন বহু মানুষ রয়েছে যারা ইশকে রাসূলের দাবি করে কিন্তু নামায নিয়মিত আদায় করে না, দা’ওয়াতে ইসলামী আশিকে রাসূলকে নামাযী আশিকে রাসুল বানায়।
ইশকে মুস্তফায় কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেলো
একজন ইসলামী ভাইয়ের বক্তব্যের সারসংক্ষেপ হলো: আমি একটি কারখানায় কাজ করতাম। সেখানে একজন ইসলামী ভাইয়ের সাথে আমার পরিচয় হয়, তিনি আমাকে নেকীর দাওয়াত দিলেন এবং পাশাপাশি আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর বয়ানের ক্যাসেট “হযরত বিলাল رَضِیَ اللهُ عَنْہُ এর ইশকে রাসূল” উপহার হিসেবে দিলেন। আমি সে বয়ানটি চালু করলাম। আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর ইশকে রাসূলে ভরপুর আদব-সমৃদ্ধ শব্দগুলো আমার কান জুড়াতে লাগলো। যতই আমি বয়ান শুনছিলাম ততই আমার হৃদয়ে ইশক মুস্তফার প্রদীপ প্রজ্জ্বলিত হচ্ছিলো। বয়ান শোনাকালীন আমার মাঝে গভীর আবেগ সৃষ্টি হলো, ইশকে রাসূলে কাঁদতে কাঁদতে আমার হেঁচকি উঠে গেলো। اَلْحَمْدُ لِلّٰه সে বয়ানে প্রভাবিত হয়ে আমি আমীরে আহলে সুন্নাতের নিকট উপস্থিত হয়ে তার সাথে সাক্ষাৎ করে আত্তারী হলাম, মুখে দাড়ি শরীফ সাজালাম এবং মাথায় ইমামা শরীফের তাজ পরলাম।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই হচ্ছে আপনার দা’ওয়াতে ইসলামী, اَلْحَمْدُ لِلّٰه ইশকে রাসূলের এমন শৈলীতে সমৃদ্ধ হাজারো আশিকানে রাসূলের দেখা মিলবে দা’ওয়াতে