Book Name:Dawat e Islami Aur Islah e Muashrah
যাতে হিফয ও নাযেরা কুরআন, দরসে নিযামী (আলিম কোর্স), ৩০ টিরও বেশি অনলাইন কোর্স (ইসলামী ভাই ও বোনদের জন্য) করানো হয় এবং অন্যান্য দ্বীনি জ্ঞান অনলাইন মারফত শেখানো হয়। * সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমা: প্রতি বৃহস্পতিবার দেশ-বিদেশের বিভিন্ন শহরে সাপ্তাহিক ইজতিমা হয়, যেখানে তেলাওয়াত, নাত ও বয়ানের পাশাপাশি শেষের দিকে তরবিয়্যতী হালকার ব্যবস্থা করা হয়। যেখানে বিভিন্ন বিষয়ে দ্বীনী জ্ঞান শিক্ষা দেওয়া হয়। সাপ্তাহিক ইজতিমা দ্বীনি জ্ঞান শেখার এবং মানুষের অন্তর ও বাহির সংশোধনের সর্বোত্তম মাধ্যম। * সাপ্তাহিক মাদানী মুযাকারা: শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم প্রতি শনিবার রাতে লাইভ মাদানী মুযাকারা (অর্থাৎ বিশ্বজুড়ে আশিকানে রাসূলের প্রশ্নের উত্তর প্রদান করেন) আল্লাহর রহমতে মাদানী মুযাকারা শরীয়ত ও তরীকত, ইলমে যাহির এবং ইলমে বাতিন শেখার সর্বোত্তম মাধ্যম।
দা’ওয়াতে ইসলামীর একটি মোবাইল অ্যাপ্লিকেশন হলো: Dawateislami Digital Services (দা’ওয়াতে ইসলামী ডিজিটাল সার্ভিসেস), এই অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে ইনস্টল করুন! কীভাবে দা’ওয়াতে ইসলামী আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্বীনের জ্ঞান ছড়িয়ে দিচ্ছে, এতে তার বিশদ বিবরণ এবং দা’ওয়াতে ইসলামীর সমস্ত অ্যাপ্লিকেশনের পরিচিতি ইত্যাদি বিদ্যমান রয়েছে।
দা’ওয়াতে ইসলামের একটি অনন্য কৃতিত্ব
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের সমাজের একটি অত্যন্ত দুঃখজনক দিক রয়েছে, তা হলো আমাদের সমাজে বলার মানুষ অনেক কিন্তু করার মানুষ খুব কম। সবাই বলে; নিজেকে সংশোধন করো, তাহলে গোটা সমাজ সংশোধন হয়ে যাবে। বড় বড় চিন্তাবিদ, বিশ্লেষক, গবেষক সবাই একই কথা বলেন, কিন্তু আত্মসংশোধনের দিকে গুরুত্ব সহকারে মনোনিবেশ করেন এমন লোকের সংখ্যা একেবারেই কম, বরং না থাকার সমান। اَلْحَمْدُ لِلّٰه দা’ওয়াতে ইসলামীর একটি বিশেষ কৃতিত্ব হলো, দা’ওয়াতে ইসলামী এই মাদানী উদ্দেশ্য দিয়েছে: আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। বলতে গেলে দা’ওয়াতে ইসলামীর কাজই শুরু হয় আত্মসংশোধনের মাধ্যমে। তারপরেও আছে, দা’ওয়াতে ইসলামী শুধু এই উদ্দেশ্য দেয় নি, কীভাবে আত্মসংশোধন