Dawat e Islami Aur Islah e Muashrah

Book Name:Dawat e Islami Aur Islah e Muashrah

থেকে অনুশোচনার অশ্রু বইতে লাগলো, খোদাভীতির কারণে তার অন্তরে এমন আবেগ সৃষ্টি হলো যে, বয়ানের পরও সে দীর্ঘক্ষণ ধরে অঝোর ধারায় কাঁদতে রইলো তারপর ইজতিমাতেই সে তার পূর্বের গুনাহ থেকে তাওবা করলো এবং শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর হাতে বায়াত হয়ে শায়খ আব্দুল কাদির জিলানী
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর গোলামিকে কবুল করলো (সালাত সালাম কী আশিকা, পৃষ্ঠা -)

ইসলামী সমাজের দ্বিতীয় ভিত্তি:  ইশকে রাসূল

    যেখানে ইশকে রাসূল ব্যতীত একজন মুসলমানের ঈমানও পরিপূর্ণ হয় না, সেখানে তা ব্যতীত পুরো সমাজের সংস্কার কীভাবে সম্ভব? আল্লাহ পাক পবিত্র কুরআনে ইরশাদ করেন:

 

قُلۡ اِنۡ کَانَ اٰبَآؤُکُمۡ وَ اَبۡنَآؤُکُمۡ وَ اِخۡوَانُکُمۡ وَ اَزۡوَاجُکُمۡ وَ عَشِیۡرَتُکُمۡ وَ اَمۡوَالُۨ  اقۡتَرَفۡتُمُوۡہَا وَ تِجَارَۃٌ تَخۡشَوۡنَ  کَسَادَہَا وَ مَسٰکِنُ  تَرۡضَوۡنَہَاۤ  اَحَبَّ  اِلَیۡکُمۡ مِّنَ اللّٰہِ وَ رَسُوۡلِہٖ  وَ جِہَادٍ فِیۡ سَبِیۡلِہٖ فَتَرَبَّصُوۡا حَتّٰی یَاۡتِیَ اللّٰہُ بِاَمۡرِہٖ ؕ

(পারা ১০, তাওবা, আয়াত ২৪)

কানযুল ঈমান থেকে অনুবাদ: আপনি বলে দিন, যদি তোমাদের পিতা, তোমাদের পুত্রগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের স্বগোত্র, আর সব ধন সম্পদ যা তোমরা অর্জন করেছ, আর ব্যবসায় যাতে তোমরা মন্দা পড়ার আশংকা করছ অথবা গৃহসমূহ যেখানে অতি আনন্দে বসবাস করছ, আল্লাহ এবং তাঁর রাসূলের চেয়ে এবং তাঁর পথে জিহাদ করার চেয়ে যদি (এই সব) তোমাদের নিকট অধিক প্রিয় হয় তাহলে তোমরা প্রতীক্ষা করতে থাক যে পর্যন্ত আল্লাহ নিজের নির্দেশ পাঠিয়ে দেন

    আলা হযরত, ইমামে আহলে সুন্নাত, শাহ ইমাম আহমদ রযা খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: উক্ত আয়াত থেকে জানা যায় যে, যার কাছে সমগ্র দুনিয়াতে কোনো সম্মানিত ব্যক্তি, কোনো প্রিয়জন, কোনো সম্পদ, কোনো বস্তু আল্লাহ রাসুলে  চাইতে অধিক প্রিয় হয় সে আল্লাহ পাকে দরবার প্রত্যাখ্যাত আল্লাহ পাক তাকে নিজের দিকে পথ দেখাবেন না, তার উচিৎ খোদায়ী আযাবের জন্য অপেক্ষা করা (তামহীদুল ঈমান, পৃষ্ঠা ৫৫)

    আল্লাহপ্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত (পরিপূর্ণ) মুসলমান হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার