Book Name:Surah Fatiha
কানযুল ঈমান থেকে অনুবাদ: সমস্ত প্রশংসা বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর, যিনি পরম করুণাময় ও দয়ালু। প্রতিদান দিবসের মালিক।
জানা গেলো যে, প্রকৃত রব হলেন তিনি যিনি সকল প্রশংসার মালিক, তিনি প্রতিটি ত্রুটি, প্রতিটি বিচ্যুতি থেকে পবিত্র। যিনি সকল গুণের অধিকারী। তিনিই সমস্ত জগতের প্রতিপালক। পাথরের মধ্যে হামাগুড়ি দিয়ে চলা একেবাওে ছোট পোকামাকড়কেও তিনি রিযিক দান করেন এবং হাতির মতো বড় প্রাণীকেও তিনি রিযিক দান করেন, তিনি সমস্ত জাহানের প্রতিপালক। তিনি করুণাময় এবং অসীম দয়ালু, তিনিই প্রকৃত রব, বিচার দিবসের মালিকও তিনিই। এটিই প্রকৃত রবের পরিচয়।
দ্বিতীয় বিষয় যা ধ্যানের জন্য অত্যন্ত প্রয়োজন তা হলো, একজন মানুষ নিজেকে নিজে চেনা, কারণ যে নিজেকে চেনে না সে নিজের মনের মধ্যেই মগ্ন থাকে। তাই মানুষ যতক্ষণ পর্যন্ত নিজেকে চিনতে পারবে না, ততক্ষণ সে আল্লাহর দিকে মনোনিবেশ করতে পারবে না।
কথা হলো মানুষের পরিচয় কী? মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো, সে অক্ষম, দুর্বল, অযোগ্য, মুখাপেক্ষী। আমরা ক্ষুধার্ত হই, তাই আমরা খাদ্যের মুখাপেক্ষী, আমরা তৃষ্ণার্ত হই, তাই আমরা পানির মুখাপেক্ষী, আমরা দেখার জন্য চোখের মুখাপেক্ষী, শোনার জন্য কানের মুখাপেক্ষী, ধরার জন্য হাতের মুখাপেক্ষী, কথা বলার জন্য মুখের মুখাপেক্ষী।
মানুষ যখন বুঝতে পারে যে, আমি সর্বদা মুখাপেক্ষী, এবং এও জানে যে, আল্লাহ বিশ্বজগতের রব, তখন সে তার রবের সামনে মাথা নত করে এবং বিনীত ভাবে আবেদন করে:
اِیَّاکَ نَعۡبُدُ وَ اِیَّاکَ نَسۡتَعِیۡنُ ؕ(۴)
(পারা ১, সূরা ফাতিহা, আয়াত ৪)
কানযুল ঈমান থেকে অনুবাদ: আমরা একমাত্র তোমারই ইবাদত করি। এবং তোমারই কাছ থেকে সাহায্য প্রার্থনা করি।