Surah Fatiha

Book Name:Surah Fatiha

দা’ওয়াতে ইসলামী ও রুহানী চিকিৎসা বিভাগ

    اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসুলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর অধীনে রুহানী চিকিৎসা বিভাগে নবী করীম রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পীড়িত উম্মতের কষ্ট লাঘবের জন্য অসংখ্য ইসলামী ভাই বিভিন্ন স্থানে স্টল বসায় এবং প্রতিদিন লক্ষ লক্ষ রোগীদের তাবিজ দেয়, ইস্তিখারা করে এবং অযীফা প্রদান করে মাদানী চ্যানেলে রূহানী চিকিৎসা নামক অনুষ্ঠানও প্রচারিত হয় যেখানে ইস্তিখারাও করা হয় এবং রোগী, দুর্দশাগ্রস্থ ব্যক্তিদের বিভিন্ন অযীফা প্রদান করা হয়

 

সূরা ফাতিহায় প্রতিটি সমস্যার সমাধান

    প্রিয় ইসলামী বোনেরা! সূরা ফাতিহায় শুধুমাত্র শারীরিক অসুস্থতার চিকিৎসাই নয় বরং এতে প্রতিটি সমস্যার সমাধান রয়েছে হযরত 'তা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: যার কোনো কিছু প্রয়োজন হয় সে যেন সূরা ফাতিহা পাঠ করে, এর বরকতে প্রয়োজন পূরণ হয়ে যাবে (তাফসীরে দুররে মনসুর ১ম পারা, সূরা ফাতিহা, /১৭ পৃষ্ঠা) ওলামায়ে কেরাম বলেন: সূরা ফাতিহা ১০০ বার পাঠ করলে যে কোনো দোয়া কবুল হয়

দোয়া কবুলের অযীফা

    سُبْحٰنَ الله! কী সহজ সমাধান...! কোনো বিপদ হলে, অসুবিধা হলে, অর্থ সংকট হলে, কোনো পেরেশানি দেখা দিলে, কোনো প্রয়োজন পড়লে সূরা ফাতিহা পড়ে তার জন্য দোয়া করুন, اِنْ شَآءَ الله! আল্লাহ পাক অনুগ্রহ করবেন এবং বিপদ, পেরেশানি, অর্থসংকট দূর হবে

বদ নজর থেকে সুরক্ষার অযীফা:

    সাহাবীয়ে রাসূল হযরত ইমরান বিন হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আল্লাহ পাকের আখেরী নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেছেন: যে ঘরে সূরা ফাতিহা আয়াতুল কুরসী পাঠ করা হয়, সেই ঘরে সে দিন কোনো জ্বীন অথবা মানুষের বদ নজর লাগবে না

(জামে সগীর, ৩৬০ পৃষ্ঠা হাদীস: ৫৮৩০)

সূরা ফাতিহা কুরআনের এক-তৃতীয়াংশের সমান

    হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا থেকে বর্ণিত যে, আল্লাহ পাকের রাসূল, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেছেন: যে ব্যক্তি সূরা ফাতিহা এবং সূরা ইখলাস তিলাওয়াত