Surah Fatiha

Book Name:Surah Fatiha

ইশার মধ্যবর্তী সময় এবং এরপর অর্ধরাতের পর এবং দিনে সবচেয়ে উত্তম সময় হলো সকাল বেলা (আজায়িবুল কোরআন, ২৩৯ পৃষ্ঠা) * গোসলখানা এবং অপবিত্র স্থানে কোরআন শরীফ পাঠ করা নাজায়িয (জান্নাতী জেওর, ৩০০ পৃষ্ঠা) * রাতের বেলা অধিকহারে তিলাওয়াত করুন, কেননা এই সময় মানসিকতা শান্ত এবং অন্তর প্রশান্ত থাকে (আজায়িবুল কোরআন, ২৩৯ পৃষ্ঠা)

    বিভিন্ন ধরণের হাজারো সুন্নাত শিখতে মাকতাবাতুল মদীনা কর্তৃক প্রকাশিত দুটি কিতাব বাহারে শরীয়াত১৬তম খন্ড (৩১২ পৃষ্ঠা) এছাড়া ১২০ পৃষ্ঠা সম্বলিত কিতাব সুন্নাত আদব”, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ  এর লিখিত পুস্তিকা ১০১ মাদানী ফুল ১৬৩ মাদানী ফুলহাদিয়ার বিনিময়ে সংগ্রহ করে পাঠ করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد