Surah Fatiha

Book Name:Surah Fatiha

    প্রিয় ইসলামী বোনেরা! চিন্তা করুন! সূরা ফাতিহা কত ব্যাপক সূরা, এই ৭টি ছোট আয়াতে কত জ্ঞান একত্রিত করা হয়েছে তাই ইসলামের চতুর্থ খলিফা আমীরুল মু'মিনীন হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি চাইলে সূরা ফাতিহার ব্যাখ্যা দিয়ে ৭০টি উট পূর্ণ করতে পারি

(কুতুল কুলুব /৯২ পৃষ্ঠা)

    সায়্যিদি 'লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একটি উট কত মন বোঝা বহন করে এবং প্রতিটি মনে কত হাজার উপাদান থাকে? যদি এটি গণনা করা হয়, তাহলে প্রায় ২৫ লক্ষ খন্ড হয় এটা তো শুধু সূরা ফাতিহার তাফসীর, তাহলে অবশিষ্ট মহান কালামের হিসাব কেমন হবে!

সূরা ফাতিহার একটি অন্যতম প্রধান বিষয়

    প্রিয় ইসলামী বোনেরা! বাস্তবতা হচ্ছে যে, সূরা ফাতিহার সমস্ত জ্ঞান বোঝা, সেগুলো বর্ণনা করা আমাদের মতো লোকেদের পক্ষে সম্ভব নয় তবে, ওলামায়ে কেরামগণ বহু গবেষণা করে কুরআন, হাদীস এবং ইলমে দ্বীনের বড় বড় গ্রন্থ গুলিকে সামনে রেখে সূরা ফাতিহার একটি মূল আলোচ্য বিষয় বর্ণনা করেছেন, সেটা কী? সেটা হলো: مُرَاقَبَۃُ الْعِبَادِ لِرَبِّہِمْ অর্থাৎ আপন রবের জন্য বান্দার ধ্যান করা (নযমুদ দুরার /২১ পৃষ্ঠা)

    এটি সূরা ফাতিহার মূল বিষয়, অথবা এমনো বলা যায় যে, মৌলিকভাবে সূরা ফাতিহাতে আমাদের যা শেখানো হয়েছে তা হলো এই ধ্যান

ধ্যান কাকে বলে......?

    ধ্যান হলো সম্পর্কের নাম, আপন রবের সাথে মুসলমানের সর্বাধিক দৃঢ় বন্ধন: এতটাই দৃঢ় যে- মুসলমানের হৃদয়, মন, চিন্তা, চেতনা এবং সমস্ত মনোযোগ সর্বদা আল্লাহ পাকের দিকে থাকে, মুসলমান সর্বদা এই নিশ্চিত বিশ্বাস রাখে যে, আমার প্রতিপালক আমাকে দেখছেন, তিনি আমার বাহ্যিক অবস্থা জানেন এবং আমার আভ্যন্তরীণ অবস্থাও জানেন একেই مُرَاقَبَۃُ الله বলা হয়

একটি উদাহরণের মাধ্যমে ধ্যানের ব্যাখ্যা

    ইমাম কুশাইরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একটি উদাহরণের মাধ্যমে ধ্যানের ব্যাখ্যা করেছেন। তিনি বলেন: একজন বাদশাহ ছিলেন, তার কিছু গোলাম ছিলো, তাদের একজনকে বাদশাহ