Book Name:Tilawat e Quran Ki Barkatain
নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বরকতময় ইরশাদ হচ্ছে: তোমরা কুরআনের সাথে সম্পর্ক জুড়ে রাখো, একে সর্বদা পাঠ করতে থাকো, শত শপথ ঐ সত্তার! যার কবযায় আমার প্রাণ, নিঃসন্দেহে কুরআন অনেক বেশি ছুটে যাওয়ার প্রতি সচেষ্ট ঐ সকল উটদের মধ্যে, যারা তাদের রশিতে বাঁধা অবস্থায় রয়েছে। (সহীহ বুখারী, ৩য় খন্ড, ৪১২ পৃষ্ঠা, হাদীস: ৫০৩৩) সুতরাং আমার প্রিয় ইসলামী ভাইয়েরা! কুরআনের সত্যিকার আশিক হয়ে যান, এর সাথে সত্যিকার মন লাগিয়ে নিন, প্রতিদিন এর তিলাওয়াত করাকে অভ্যাসে পরিণত করে নিন, اِنْ شَآءَ الله অতঃপর এর রহমত ও বরকত আমাদেরও নসীব হবে, ঘর থেকে পেরেশানি দূর হবে, রিযিকে বরকত হবে আর اِنْ شَآءَ الله সকল বিষয়াদী সহজ ও সমাধান হতে থাকবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! এবার কুরআন তিলাওয়াতের মহত্ব ও ফযীলত সম্পর্কে কিছু শ্রবণ করি, যেনো আমাদের অন্তরেও কুরআনে পাকের গুরুত্ব ও প্রতিদিন নিয়মিত এর তিলাওয়াত করার প্রতি আগ্রহ সৃষ্টি হয়। আল্লাহ পাক ২২তম পারার সূরা ফাতিরের ২৯নং আয়াতে ইরশাদ করেন:
اِنَّ الَّذِیۡنَ یَتۡلُوۡنَ کِتٰبَ اللّٰہِ وَ اَقَامُوا الصَّلٰوۃَ وَ اَنۡفَقُوۡا مِمَّا رَزَقۡنٰہُمۡ سِرًّا وَّ عَلَانِیَۃً یَّرۡجُوۡنَ تِجَارَۃً لَّنۡ تَبُوۡرَ)۲۹(
(পারা ২২, সূরা ফাতির, আয়াত ২৯)
কানযুল ঈমান থেকে অনুবাদ: নিশ্চয় ঐসব লোক, যারা আল্লাহর কিতাব পাঠ করে; নামায কায়েম রাখে এবং আমার প্রদত্ত সম্পদ থেকে কিছু আমার পথে ব্যয় করে-গোপনে ও প্রকাশ্যে, তারা এমনই ব্যবসার আশাবাদী যাতে কখনো লোকসান নেই;