Tilawat e Quran Ki Barkatain

Book Name:Tilawat e Quran Ki Barkatain

কুরআন হচ্ছে উত্তম ঔষধ

    প্রিয় ইসলামী ভাইয়েরা! সকাল সন্ধ্যা কুরআনে পাকের তিলাওয়াতকারীরা যেমন অসংখ্য প্রতিদান সাওয়াব পায় তেমনি এর বরকতে প্রকাশ্য গোপনীয় রোগবালাই থেকে শিফাও নসীব হয়ে থাকে এক ব্যক্তি নবী করীম صَلَّی اللهُ ی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে গলা ব্যাথার অভিযোগ করলো তখন হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: কুরআন পাঠ করা অবলম্বন করো (শুয়াবুল ঈমান, /৫১৯, হাদীস: ২৫৮০) এক ব্যক্তি উপস্থিত হয়ে আরয করলো: আমার বুকে কষ্ট হচ্ছে ইরশাদ করলেন: কুরআন পড়ো, আল্লাহ পাক ইরশাদ করেন: وَشِفَآءٌ لِّمَا فِی الصُّدُوْرِ  (কানযুল ঈমান থেকে অনুবাদ: আর অন্তরের শিফা)। (দুররে মানসুর, /৩৬৬)(পারা ১১, ইউনুস, আয়াত ৫৭) বরং কুরআনে করীম তো বিভিন্ন রোগের উত্তম ঔষধ যেমনটি প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: خَیْرُالدَّوَاءِ اَلْقُرْاٰنُ অর্থাৎ উত্তম ঔষধ হলো কুরআনে করীম (সুনানে ইবনে মাজাহ, /১১৬-১১৭, হাদীস: ৩৫০১)

    হযরত আল্লামা আব্দুর রউফ মুনাবী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই হাদীসে পাকের আলোকে লিখেন: অর্থাৎ উত্তম তাবীয হলো তা, যা কোন কুরআনের আয়াতের মাধ্যমে করা হয়, আল্লাহ পাক ইরশাদ করেন:

وَ نُنَزِّلُ مِنَ الۡقُرۡاٰنِ مَا ہُوَ شِفَآءٌ وَّ رَحۡمَۃٌ  لِّلۡمُؤۡمِنِیۡنَ ۙ

(পারা ১৫, সূরা বনী ইসরাঈল, আয়াত ৮২)

কানযুল ঈমান থেকে অনুবাদ: আর আমি কুরআনের মধ্যে অবতীর্ণ করি ওই বস্তু, যা ঈমানদারদের জন্য আরোগ্য রহমত;

    কুরআনে মজীদ মন, শরীর ও রুহ সবকিছুর জন্য ঔষধ স্বরূপ। যদি অন্যান্য কালামেরও বিশেষত্ব ও উপকারীতা হয়ে থাকে, তবে আল্লাহ পাকের কালাম সম্পর্কে আপনাদের কি