Book Name:Tilawat e Quran Ki Barkatain
শিক্ষা গ্রহণ করার ফযীলতের কথা কি আর বলবো! সুতরাং মাকতাবাতুল মদীনার প্রকাশিত কিতাব “বাহারে শরীয়ত” ৩য় খন্ডের ৪৮৪ পৃষ্ঠা থেকে প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দু’টি বাণী পর্যবেক্ষণ করুন: (১) তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি, যে কুরআন শিখে ও অন্যকে শিখায়। (বুখারী, ৩য় খন্ড, ৪১০ পৃষ্ঠা, হাদীস: ৫০২৭) (২) যে কুরআন পাঠ করাতে অভিজ্ঞ, সে কিরামান কাতেবিনের সাথে রয়েছে আর যে ব্যক্তি থেমে থেমে কুরআন পাঠ করে ও সেটা তার জন্য কঠিন, অর্থাৎ তার জিহ্বা সহজে চলেনা, কষ্ট করে আদায় করে, তার জন্য দু’টি সাওয়াব। (সহীহ মুসলিম, ৪০০ পৃষ্ঠা, হাদীস: ৭৯৮) আল্লাহ পাক আমাদের বিশুদ্ধ উচ্চারণ সহকারে কুরআনে করীম শিখার জন্য প্রাপ্ত বয়স্কদের মাদরাসাতুল মদীনায় অংশগ্রহণ করার তৌফিক দান করুন। اٰمِـيـن بِجا هِ النَّبِىِّ الْاَمِيْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! কুরআনে করীমের বরকত যথাযতভাবে ঐ সময় অর্জিত হতে পারে, যখন আমরা এর আদবের প্রতিও লক্ষ্য রেখে তিলাওয়াত করবো, আর যদি আদবের প্রতি লক্ষ্য না রাখা হয় তবে না এর উদ্দেশ্য অর্জিত হবে, আর না এর বরকত নসীব হবে বরং অনেক সময় গুনাহ সম্পাদনকারী হিসাবে সাব্যস্ত হতে পারে। আসুন! কয়েকটি আদব সম্পর্কে শ্রবণ করি, যেনো সঠিকভাবে কুরআনে করীম পড়ে বরকত অর্জন করতে পারি।
* আমীরুল মুমিনীন হযরত ওমর ফারুক رَضِیَ اللهُ عَنْہُ প্রতিদিন সকালে পবিত্র কুরআন মজীদে চুমু দিতেন। আর বলতেন: ‘এটি হচ্ছে আমার প্রতিপালকের প্রতিশ্রুতি ও তাঁর কিতাব।’ (দুররে মুহতার,