Tilawat e Quran Ki Barkatain

Book Name:Tilawat e Quran Ki Barkatain

    আমার প্রিয় আলা হযরত ইমাম আহমদ রযা খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এতটুকু তাজবীদ শিখা, যাদ্বারা প্রতিটি হরফকে অপর হরফ থেকে সঠিকভাবে পার্থক্য করা যায়, ফরযে আইন তা ছাড়া নামায একেবারেই বাতিল(ফতোওয়ায়ে রযবীয়া, ৩য় খন্ড, ২৫৩ পৃষ্ঠা)

    তিনি আরো বলেন: নিঃসন্দেহে এতটুকু তাজবীদ শিখা ফরযে আইন, যাদ্বারা তাজবীদের কায়দা অনুযায়ী হরফকে সঠিক মাখারিজ সহকারে আদায় করা যায় আর ভুল পড়া থেকে বাঁচা যায়(ফতোয়ায়ে রযবীয়া, ৬ষ্ঠ খন্ড, ৩৪৩) সদরুশ শরীয়া, বদরুত তরীকা মুফতী আমজাদ আলী আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যার দ্বারা হরফ বিশুদ্ধভাবে আদায় হয়না, তার উপর ওয়াজিব যে, হরফ বিশুদ্ধভাবে উচ্চারণ করার জন্য রাতদিন পরিপূর্ণভাবে চেষ্টা করতে থাকা (বাহারে শরীয়ত, /৫৭০)

প্রাপ্ত বয়স্কদের মাদরাসাতুল মদীনা বিভাগ

    প্রিয় ইসলামী ভাইয়েরা! যদি আমরাও বিশুদ্ধ কায়দা ও মাখারিজ সহকারে কুরআনে করীম পড়তে চাই ও পড়াতেও চাই তবে দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন এবং দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে সামনে আগ্ররস হয়ে অংশ গ্রহণ করুন, কুরআন শিক্ষাকে বিশ্বব্যাপি প্রসার করার জন্য দাওয়াতে ইসলামীর একটি বিভাগ প্রাপ্ত বয়স্কদের মাদরাসাতুল মদীনাও রয়েছে। প্রাপ্ত বয়স্কদের মাদরাসাতুল মদীনা বিভিন্ন স্থানে যেমন মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, মার্কেট ও ঘর ইত্যাদিতে পড়ানো হয়। প্রাপ্ত বয়স্কদের মাদরাসাতুল মদীনা অর্থাৎ  প্রাপ্ত বয়স্ক ইসলামী ভাইদের বিভিন্ন সময় সঠিক মাখারিজে আদায়ের সাথে মদানাী কায়েদা ও কুরআনে কারীম ফ্রিতে পড়ানো হয়। কেবল এ দেশে নয় বরং বিশ্বব্যপি দাওয়াতে ইসলামীর অধিনে অগণিত প্রাপ্ত বয়স্কদের মাদরাতুল মদীনার ব্যবস্থা হয়। আপনিও অবশ্যয় অংশগ্রহণ করুন। কুরআনের