Tilawat e Quran Ki Barkatain

Book Name:Tilawat e Quran Ki Barkatain

মুদ্দাসসির পাঠ করে কুরআন হিফয করা দোয়া করলে, কুরআন করীম মুখস্ত করা সহজ হয়ে যাবে, সূরা নাযিয়াত পাঠ করাতে মৃত্যুকষ্ট হয়না, সূরা দোহা পাঠ করাতে পলাতক লোক ফিরে আসে, সূরা আলাম নাশরাহ যে সম্পদের উপর পাঠ করা হয়, তাতে অত্যধিক বরকত হবে, সূরা ত্বীন ৩বার পাঠ করাতে চরিত্র আচরণ উন্নত হয়, সূরা আলাক জোড়ার ব্যাথার ঔষধ, যে সকাল সন্ধ্যায় সূরা কদর পাঠ করবে, আল্লাহ পাক তার সম্মান বৃদ্ধি করে দিবে, সূরা বাইয়্যিনাহ হচ্ছে কুষ্ঠ জন্ডিস রোগের প্রতিকার, সূরা যিলযাল হলো কুরআনের এক চতুর্থাংশ, যে ব্যক্তি বা পশুর নযর লেগে যায় তার উপর সূরা আদিয়াত পাঠ করে দম করা উপকারী, সূরা আল কারিয়া পাঠ করাতে বালা-মুসিবত থেকে নিরাপদ থাকা যায়, সূরা তাকাসুর ৩০০বার পাঠ করাতে খুব দ্রুত ঋণ আদায় হয়ে যায়, সূরা আছর পাঠ করাতে দুঃখ দূর হয়ে যায়, সূরা হুমাযা সূরা ফিল শত্রুর অনিষ্ট থেকে নিরাপত্তা এবং সূরা কোরাইশ প্রাণের নিরাপত্তার জন্য পরীক্ষিত, সূরা মাউন বড় বিপদের সময় পাঠ করা উপকারী, সূরা কাওসার তিলাওয়াত করাতে নিঃসন্তানের সন্তান হয়ে যায়, সূরা কাফিরুন কুরআনের চতুর্থাংশের সমান, সূরা ইখলাস কুরআনে তৃতীয়াংশের সমান, এর অনেক ফযীলত রয়েছে, সূরা ফালাক সূরা নাস জ্বিন শয়তান এবং হিংসুকের অনিষ্ট থেকে বাচিঁয়ে রাখে

(জান্নাতি যেওর, ৫৮৮ পৃষ্ঠা)

    হায়! আমাদেরও যদি তিলাওয়াত করার আগ্রহ নসীব হয়ে যেতো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! কুরআনে করীমের বিভিন্ন সূরার ফযীলত এবং আরো বিস্তারিত জানার জন্য শায়খে তরীকত,