Book Name:Tilawat e Quran Ki Barkatain
আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর খুবই মনমুগ্ধকর “মাদানী পাঞ্জেসূরা” কিতাবটি মাকতাবাতুল মদীনা থেকে উপযুক্ত মূল্য পরিশোধ করে সংগ্রহ করে নিন। এই কিতাবটি প্রতিটি ঘরে থাকা প্রয়োজন। اَلْحَمْدُ لِلّٰه এই কিতাবে প্রসিদ্ধ কুরআনী সূরা, দরূদ শরীফ ও রূহানী চিকিৎসার পাশাপাশি অসংখ্য সুগন্ধিময় মাদানী ফুল তার সুগন্ধি ছড়াচ্ছে। দা’ওয়াতে ইসলামীর ওয়েব সাইট www.dawateislami.net থেকেও এই কিতাবটি পড়তে পারবেন, ডাউনলোড (Download) ও প্রিন্ট আউট (Print Out) ও করতে রবেন।
বিশুদ্ধ উচ্চারণ সহকারে কুরআনে পাক পাঠ করুন!
প্রিয় ইসলামী ভাইয়েরা! কুরআনে পাকের তিলাওয়াতকারীর উপর আল্লাহ পাকের রহমতের বৃষ্টিও ঐ সময় বর্ষিত হবে যখন তারা সঠিক অর্থে কুরআন পড়তে জানবে। আমাদের সমাজের লোকেরা নিত্য নতুন আধুনিক শিক্ষা অর্জন করার মধ্যে, ইংরেজী ভাষা, কম্পিউটার ও বিভিন্ন কোর্স করার জন্য তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে মোটা অঙ্কের টাকা দিতেও পিছ পা হয় না, কিন্তু আফসোস শত কোটি আফসোস! ইলমে দ্বীন থেকে দূরে থাকার কারণে, বিশুদ্ধভাবে পাঠ করার জন্য ফ্রিতে কুরআনে পাক পড়ার সুযোগ পর্যন্তও হয় না। মনে রাখবেন! যে সব লোকেরা সঠিক মাখারিজের সাথে কুরআনে পাক পড়তে জানে না, তারা সাওয়াব অর্জনের পরিবর্তে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়।
হযরত আনাস বিন মালিক رَضِیَ اللهُ عَنْہُ বলেন: অনেক কুরআন পাঠকারী এমনও রয়েছে, (ভূল পড়ার কারণে) কুরআন তাদের উপর অভিশাপ করে। (ইহ্ইয়াউল উলুম, ১ম খন্ড, ৩৬৪ পৃষ্ঠা)