Book Name:Tilawat e Quran Ki Barkatain
আল্লাহ পাক চাইলে তাদের শাস্তি দিবেন আর চাইলে ক্ষমা করে দিবেন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় নবী صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ
الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস ১২৮৪) হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন!
* ইলম শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো *
আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সূরা ইয়াসিনের বরকত
একবার ইমাম নাসিরুদ্দীন বসতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অসুস্থ হলেন আর এই অসুস্থতা তিনি জ্ঞান হারিয়ে বেহুশ হয়ে গেলেন, আত্মীয় স্বজনরা তাকে মৃত মনে করে গোসল ও কাফনের পর দাফন করে দিলো। কবরে রাতে যখন তাঁর হুঁশ ফিরে এলো তখন নিজেকে কবরে দাফন অবস্থায় পেয়ে আশ্চার্য হয়ে গেলেন। এমতবস্থায় তাঁর স্মরণ আসলো, যে ব্যক্তি পেরেশানগ্রস্থ অবস্থায় চল্লিশবার (৪০) সূরা ইয়াসিন শরীফ পাঠ করে, আল্লাহ পাক তার বিপদকে দূর করে দেন এবং অভাব প্রাচুর্যে পরিবর্তন হয়ে যায়। সুতরাং তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সূরা ইয়াসিন তিলাওয়াত করা শুরু করে দিলেন, তখনো তিনি উনচল্লিশবার পড়েছিলেন। একজন কাফন