Tilawat e Quran Ki Barkatain

Book Name:Tilawat e Quran Ki Barkatain

প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আলোকময় অন্তরে অবতীর্ণ করেন এর মহত্বের জন্য এতটুকুই যথেষ্ট যে, এটি হচ্ছে কালামুল্লা (অর্থাৎ আল্লাহ পাকের প্রিয় কালাম), এই মুবারক কিতাব প্রতিটি দিক দিয়ে পরিপূর্ণ, এটি অবতীর্ণকারী জগতের প্রতিপালক আর তা আনয়ণকারী হচ্ছে রুহুল আমীন (হযরত জিব্রাইল عَلَیْہِ السَّلَام), যাঁর উপর অবতীর্ণ হয়েছে তিনি হচ্ছেন রাহমাতুল্লিল আলামিন, আর যেই উম্মতের জন্য এসেছে তারা সকল উম্মতের মধ্যে উত্তম, যেই ভাষায় অবতীর্ণ হয়েছে সেই ভাষা হলো স্পষ্ট, যেই মাসে অবতীর্ণ হয়েছে সেই মাস সকল মাসের মধ্যে সম্মানিত, যেই রাতে অবতীর্ণ হয়েছে তা হচ্ছে অতি উত্তম রাত, আর যেই স্থানে অবতীর্ণ হয়েছে তা হলো খুবই উত্তম কুরআনে করীম হলো আল্লাহ পাকের ওহী, আল্লাহ পাকের নৈকট্যের মাধ্যম, সর্বকালের জন্য দূর্লভ একটি ব্যবস্থাপত্র, সকল আসমানি কিতাব সমূহের সারাংশ, সকল জ্ঞানের মূল অর্থাৎ সমষ্টি, এটি হিদায়তের সমষ্টি, রহমতের ভান্ডার বরকতের উৎস, এটি এমন একটি বিধান যার উপর আমল করে সকল মাসআলার সমাধান করা যায়, এমন এক নূর যা দ্বারা ভ্রষ্টতার অন্ধকার থেকে দূরে থাকা যায়, এমন পথ যা সোজা আল্লাহ পাকের সন্তুষ্টি জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, সংশোধন প্রশিক্ষণের এমন পদ্ধতি, যা মানুষকে পবিত্র করে তাকে অতুলনীয় বানিয়ে দেয়, এমন এক বৃক্ষ যার ছায়ায় উপবিষ্টদের অন্তরে প্রশান্তি অনুভূত হয়, এমন বিশ্বস্ত সাথী যা কবরেও সাথী হিসেবে থাকবে এবং হাশরেও বিশ্বস্ততার হক আদায় করবে এতে অসুস্থ হৃদয়ের জন্য শিফা রয়েছে, যে একে শক্তভাবে আকঁড়ে ধরলো সে হেদায়াত প্রাপ্ত হয়ে গেলো, যে এর উপর আমল করলো সে দুনিয়া আখিরাতের সফলতা পেয়ে গেলো