Book Name:Tilawat e Quran Ki Barkatain
করতেন আর কোনদিন কুরআনে পাক দেখা ছাড়া অতিবাহিত করা পছন্দ করতেন না। (ইহইয়াউল উলুম, ৮৪৩ পৃষ্ঠা)
হে আল্লাহ পাক! আশিকানে কুরআনের সদকা, আমাদেরকে আশিকে কুরআন বানিয়ে দাও। কুরআন দেখা ছাড়া, কুরআন পাঠ করা ছাড়া আমাদের যেনো স্বস্তি না আসে। আমিন
প্রিয় ইসলামী ভাইয়েরা! মনে রাখবেন! কুরআনের তিলাওয়াত সবচেয়ে উত্তম ইবাদত, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “اَفْضَلُ عِبَادَۃِ اُمَّتِیْ قِراءَۃُ الْقُرْاٰنِ অর্থাৎ আমার উম্মতের উত্তম ইবাদত হচ্ছে কুরআনের তিলাওয়াত।” (শুয়াবুল ঈমান লিল বায়হাকী, ২য় খন্ড, ৩৫৪ পৃষ্ঠা, হাদীস: ২০২২) সুতরাং এর তিলাওয়াত করা ছেড়ে দেয়া উচিৎ নয়, নিশ্চয় বুদ্ধিমান সেই, যে এই দুনিয়ায় বেশি পরিমাণে নেকী অর্জন করাতে মশগুল হয়ে যায়, সুতরাং নিয়্যত করে নিন যে, ভবিষ্যতে নিয়মিত কুরআনে করীমের তিলাওয়াত করবো এবং কখনোই বিরতি দিবো না اِنْ شَآءَ الله।
প্রিয় ইসলামী ভাইয়েরা! কুরআনের শিক্ষাকে প্রসার করতে শুধুমাত্র ইচ্ছাই যথেষ্ট নয় বরং আমলীভাবে কুরআনে করীমের শিক্ষাকে প্রসার করার চেষ্টাও করতে হবে, দা’ওয়াতে ইসলামী কুরআনে করীমের শিক্ষাকে প্রসার করছে, اَلْحَمْدُ لِلّٰه আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর প্রশিক্ষণের বরকতে দা’ওয়াতে ইসলামী, কুরআনে পাকের হিফয ও নাজারার শিক্ষাকে দেশে দেশে, শহরে শহরে, গ্রামে গ্রামে এমনকি প্রতিটি গলি মহল্লায় পৌঁছানোর জন্য সদা সচেষ্ট, আপনিও এই প্রচেষ্টায় দা’ওয়াতে ইসলামীকে সহায়তা করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد