Tilawat e Quran Ki Barkatain

Book Name:Tilawat e Quran Ki Barkatain

    তাফসীরে বাগভীতে এই আয়াতে মুবারাকার আলোকে বর্ণিত রয়েছে: تِجَارَۃًদ্বারা উদ্দেশ্য হচ্ছে; সাওয়াব, যা আল্লাহ পাক ওয়াদা করেছেন, এতে কখনোই ক্ষতি অর্থাৎ লোকসান নেই, অর্থাৎ এই প্রতিদান কখনোই বাতিল হবেনা, ধ্বংস হবেনা (তাফসীরে বাগভী, ৩য় খন্ড, ৪৯২ পৃষ্ঠা) যেনো আল্লাহ পাক কুরআনে করীমের তিলাওয়াতকারীদের মহান প্রতিদানের সুসংবাদ প্রদান করছেন অপর এক স্থানে তিলাওয়াতকারীদের প্রশংসায় এভাবে ইরশাদ করেন:

اَلَّذِیۡنَ اٰتَیۡنٰہُمُ الۡکِتٰبَ یَتۡلُوۡنَہٗ حَقَّ تِلَاوَتِہٖ ؕ اُولٰٓئِکَ یُؤۡمِنُوۡنَ بِہٖ ؕ      

وَ مَنۡ یَّکۡفُرۡ بِہٖ فَاُولٰٓئِکَ ہُمُ  الۡخٰسِرُوۡنَ )۱۲۱(

(পারা , সূরা বাকারা, আয়াত ১২১)

কানযুল ঈমান থেকে অনুবাদ: যাদেরকে আমি কিতাব দিয়েছি, তারা যেমনই উচিত, তা পাঠ করে তারাই তার উপর ঈমান রাখে আর যারা এটাকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্থ

 

    হযরত কাতাদাহ رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত: এই আয়াতে اُولٰٓئِكَ یُؤْمِنُوْنَ بِہٖؕ অর্থাৎ তারাই তার উপর ঈমান রাখেদ্বারা উদ্দেশ্য হলো; নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সকল সাহাবীগণ, যারা আল্লাহ পাকের আয়াতের উপর ঈমান আনয়ন করে আর এর সত্যায়ন করে (তাফসীরে দুররে মনসুর, ১ম খন্ড, ২৭৩ পৃষ্ঠা) জানা গেলো: কুরআনে পাকের তিলাওয়াত করা ঈমানদারদেরই কাজ তাঁদেরই বৈশিষ্ট

    এই আয়াতের আলোকে মাকতাবাতুল মদীনা থেকে প্রকাশিত মহান সহজ তাফসীর সীরাতুল জিনান১ম খন্ডের ২০০ পৃষ্ঠায় রয়েছে

কুরআনে মজীদের হক সমূহ

    এ থেকে এটাও জানা গেলো যে, কিতাবুল্লাহর অনেক হকও রয়েছে। কুরআনে হক হলো যে, তা শিক্ষা অর্জন করা, এর প্রতি