Tilawat e Quran Ki Barkatain

Book Name:Tilawat e Quran Ki Barkatain

অনুরূপভাবে নেক আমলে উপর আমল করার পাশাপাশি তিলাওয়াতের অসংখ্য কল্যাণ বরকত নসীব হবে আর আমলের প্রেরণাও সৃষ্টি হবে اِنْ شَآءَ الله

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! নিঃসন্দেহে সমস্ত লোক খুবই সৌভাগ্যবান, যারা কুরআনে করীমের প্রতি ভালবাসা পোষণ করে এবং এর তিলাওয়াত করার পাশাপাশি এর উপর আমলও করে, কিন্তু আফসোস, শত কোটি আফসোস! আমাদের সমাজের একটি বিরাট অংশ এমনও রয়েছে, যারা কুরআনে পাক থেকে অনেক দূরে থাকে আর মাসের পর মাস অতিবাহিত হওয়ার পরও তাদের তিলাওয়াত করার তৌফিক নসীব হয়না, এই কারণেই আজ আমরা বিভিন্ন পেরেশানির সম্মুখীন হচ্ছি, অনৈক্য, মতভেদ আর বেকারত্ব খুবই ভয়াবহভাবে আমাদের আকঁড়ে ধরেছে, আমাদের মাঝে প্রায় সব ঘরে কুরআনে পাক বিদ্যমান রয়েছে আর এটাতো সৌভাগ্যের বিষয়, কিন্তু আমরা রেখে হয়তো ভুলে গেছি আর কখনো খুলেও দেখিনি, অথচ ঘরে কুরআনের তিলাওয়াত করা অনেক ফযীলতপূর্ণ যেমনিভাবে

    হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: যেই ঘরে কুরআনে করীম পাঠ করা হয়, তা তাতে অবস্থানকারীদের উপর প্রশস্ত হয়, এর অনেক কল্যাণ হয়, এতে ফিরিশতা উপস্থিত হয় এবং শয়তান এর থেকে বের হয়ে যায় আর যেই ঘরে কুরআনে করীম পাঠ করা হয়না, তা তাতে অবস্থানকারীদের জন্য সংকীর্ণ হয়ে যায়, এর কল্যাণ কমে যায়, এর থেকে ফিরিশতা বের হয়ে যায় এবং শয়তান এসে যায়

(ইহইয়াউল উলুম (অনুদিত), ১ম খন্ড, ৮২৬ পৃষ্ঠা)