Tilawat e Quran Ki Barkatain

Book Name:Tilawat e Quran Ki Barkatain

করা, কুরআনের প্রতি ভালবাসার নিদর্শন হলো; নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি ভালবাসা পোষণ করা, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি ভালবাসার নিদর্শন হলো; সুন্নাতের (অর্থাৎ তাঁর হাদীস অবস্থাদীর) প্রতি ভালবাসা পোষণ করা, সুন্নাতের প্রতি ভালবাসার নিদর্শন হলো; আখিরাতের প্রতি ভালবাসা পোষণ করা, আখিরাতের প্রতি ভালবাসার নিদর্শন হলো; দুনিয়ার প্রতি বিদ্ধেষ পোষণ করা আর দুনিয়ার প্রতি বিদ্ধেষ পোষণ করার নিদর্শন হলো; এর থেকে প্রয়োজন অনুযায়ী নেয়া আর এতটুকু পরিমাণে নেয়া, যা আখিরাত পর্যন্ত পৌঁছিয়ে দেয়

(আশ শিফা বিতারিফে হুকুকুল মুস্তফা, ২য় অধ্যায়, ২৮ পৃষ্ঠা)

 

নেক আমল নং এর উৎসাহ

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো! কুরআনে করীমের প্রতি ভালবাসা কিরূপ গুরুত্বপূর্ণ যে, কুরআনের ভালবাসাকে আল্লাহ পাক ও তাঁর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ভালবাসার নিদর্শন বলা হয়েছে আর কুরআনের ভালবাসার নিদর্শন হচ্ছে; এর তিলাওয়াতের পাশাপাশি এর উপর আমল করা। اَلْحَمْدُ لِلّٰه শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত, হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ কুরআনের তিলাওয়াত করাকে অভ্যাসে পরিণত করা এবং এর ভালবাসা অন্তরে বৃদ্ধি করতে ৭২টি নেক আমলের মধ্যে হতে ৬নং-এ বলেন: আজ কি আপনি কানযুল ঈমানের সাথে খাযায়িনুল ইরফান কিংবা নূরুল ইরফান থেকে কমপক্ষে তিন আয়াত  অনুবাদ ও তাফসির সহকারে তিলাওয়াত করা বা শুনার অথবা সীরাতুল জীনান থেকে অনুমান দুই পৃষ্ঠা পড়ছেন বা শুনে নিয়েছেন? সুতরাং আমাদেরও এই অভ্যাস গড়া উচিৎ যে, প্রতিদিন কানযুল ঈমান শরীফ থেকে খাযায়িনুল ইরফান বা সিরাতুল জিনান সহ অনুবাদ ও তাফসীর সহকারে গভীর মনযোগের সাথে কুরআনে করীমের তিলাওয়াত করা,