Book Name:Khof e Khuda Me Ronay Ki Ahmiyat
কানযুল ঈমানের অনুবাদ: এবং আমাকেই ভয় করো যদি ঈমান রাখো।
অশ্রু ঝরান কিন্তু কোথায়?
প্রিয় ইসলামী
ভাইয়েরা! জানা
গেল যে, ঈমানের
অন্যতম দাবি হলো
খোদাভীতি। নিঃসন্দেহে
আখেরাতের চিন্তায়
অস্থির থাকা, জাহান্নামের
আযাবের জন্য কাঁদা
এবং খোদাভীতিতে
ডুবে থাকা এক বিরাট
নেয়ামত। আফসোস!
আজ দুনিয়ার দুঃখে
তো অশ্রু
বর্ষণ করা হয়, কিন্তু
আখেরাতের চিন্তায়
কাঁদার
প্রেরণা কমে যাচ্ছে।
একটু ভেবে দেখুন!
এই দুনিয়ার কী
মূল্য আছে যে, এর
জন্য অশ্রু
বর্ষণ করবে? এই দুনিয়া
তো একটি মুসাফিরখানার
মতো, যেখানে
মুসাফিররা এসে
আশ্রয় নেয় এবং
কিছু দিন থাকার
পর চলে যায়। মুসাফিরখানায়
কিছু দিন বসবাসকারীরা
কখনো সেখানে দীর্ঘ
আশা রাখে না। মুসাফিরখানায়
কিছু দিন বসবাসকারীরা
কখনো সেখানকার
জাঁকজমকে মন দেয়
না। অতএব
আমাদেরও দুনিয়ার
চিন্তা করা উচিত
নয় এবং এর জন্য
অশ্রু বর্ষণ
করা উচিত নয়।বরং * যদি অশ্রু ঝরাতে
হয়, তবে
খোদাভীতিতে ঝরান; * রাসূলের
ইশকে ঝরান;
* আখেরাতের
চিন্তায় ঝরান; *
গুনাহের আধিক্যের
জন্য ঝরান;
* নেক আমল
করতে না পারার
জন্য ঝরান;
* মৃত্যুর
কঠিনতা স্মরণ করে
ঝরান; * মদীনার
বিরহে ঝরান;
* আল্লাহ
পাকের গোপন
ব্যবস্থাপনার
ভয়ে ঝরান;
* কবরকে স্মরণ
করে ঝরান;
* কবরের ভয়াবহতা
ভেবে ঝরান;
* কবরের অন্ধকার
স্মরণ করে ঝরান; * কবরের
সংকীর্ণতা স্মরণ
করে ঝরান;
* কিয়ামতের
ভয়াবহ পর্যায়গুলো
স্মরণ করে ঝরান; * এই ভেবে
অশ্রু ঝরান যে, কিয়ামতের
দিন আমরা আমাদের
প্রতিটি আমলের
হিসাব কীভাবে দেবো? * হাশরের দিনের
গরম