Book Name:Khof e Khuda Me Ronay Ki Ahmiyat
জান্নাতের মহা নেয়ামত থেকে বঞ্চিত হওয়ার ভয় যেন আমাদের অস্থির করে রাখে এবং এই ভয় আমাদের জন্য হেদায়েত ও রহমতের মাধ্যম যেন হয়ে যায়।
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আম্বিয়ায়ে কিরামের عَلَیْهِمُ السَّلَام খোদাভীতিতে ক্রন্দন
প্রিয় ইসলামী ভাইয়েরা! এতে কোনো সন্দেহ নেই যে, আম্বিয়ায়ে কিরাম عَلَیْهِمُ السَّلَام ঐ পবিত্র সত্তা, যাঁরা আল্লাহ পাকের দরবারে সকল সৃষ্টির চেয়ে উচ্চ মর্যাদাবান। তাঁরা ঐ পবিত্র সত্তা, যাঁরা নিঃসন্দেহে আল্লাহ পাকের ক্রোধ, তাঁর শাস্তি এবং তাঁর অসন্তুষ্টি থেকে সুরক্ষিত। আল্লাহ পাক নিজেই তাঁদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন যে, তাঁদের দ্বারা গুনাহ সংঘটিত হতে পারে না। (বাহারে শরীয়ত, প্রথম অংশ, ১/৩৮) বরং তাঁদের শান তো এমন যে, তাঁরা যার জন্য সুপারিশ করেন, আল্লাহ পাক তাকেও দুনিয়া ও আখেরাতের আযাব থেকে সুরক্ষিত রাখেন। এই পবিত্র মনীষীগণ গুনাহ থেকে পবিত্র হওয়া এবং আল্লাহ পাকের সন্তুষ্টির উচ্চ পদে অধিষ্ঠিত থাকা সত্ত্বেও কাঁদতেন এবং ফরিয়াদ করতেন। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم রাতভর ইবাদতে কাটাতেন। আম্বিয়ায়ে কিরামের عَلَیْهِمُ السَّلَام মধ্যে অনেকেই এমন ছিলেন যাঁদের কান্না ও ফরিয়াদ অনেক দিন পর্যন্ত অব্যাহত থাকত। আসুন! আম্বিয়ায়ে কিরামের عَلَیْهِمُ السَّلَام খোদাভীতিতে ক্রন্দন সম্পর্কিত দু’টি (২) বর্ণনা শুনি:
* হযরত দাউদ عَلَیْهِ السَّلَام সম্পর্কে বর্ণিত আছে যে, একবার চল্লিশ (৪০) দিন পর্যন্ত সেজদারত অবস্থায় কাঁদছিলেন এবং আল্লাহ পাকের লজ্জায় আকাশের দিকে নিজের মাথা তোলেননি।