Book Name:Khof e Khuda Me Ronay Ki Ahmiyat
(২) সুলতানুল হিন্দ হযরত খাজা গরীবে নেওয়াজ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর উপর আল্লাহর ভয় এতটাই প্রবল ছিল যে, তিনি সর্বদা আল্লাহর ভয়ে কাঁপতেন এবং ফরিয়াদ করতেন। মানুষকে আল্লাহর ভয়ের উপদেশ দিতে গিয়ে বলতেন: হে মানুষ! যদি তোমরা মাটির নিচে শায়িত মানুষদের অবস্থা জানতে পারো, তাহলে ভয়ে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই গলে যেতে। (মুঈনুল আরওয়াহ, পৃ. ১৮৫)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হাঁচির সুন্নাত ও আদব
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে ত্বরীকত, আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর "১০১ মাদানী ফুল" পুস্তিকা থেকে হাঁচির কয়েকটি সুন্নাত ও আদব শুনি:
প্রথমে প্রিয় মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দু’টি বাণী লক্ষ্য করুন: * আল্লাহ পাক হাঁচি পছন্দ করেন এবং হাই তোলা অপছন্দ করেন। (বুখারী, ৪/১৬৩, হাদীস: ৬২২৬) * যখন কারো হাঁচি আসে এবং সে اَلْحَمْدُ لِلّٰہ বলে, তখন ফেরেশতারা বলেন: رَبِّ الْعٰلَمِیْنَ। আর যদি সে رَبِّ الْعٰلَمِیْنَ বলে, তখন ফেরেশতারা বলেন: আল্লাহ তোমার প্রতি দয়া করুন। (মু’জামু কাবীর, ১১/৩৫৮, হাদীস: ১২২৮৪) * হাঁচির সময় মাথা নিচু করুন, মুখ ঢেকে নিন এবং আস্তে আওয়াজ করুন। হাঁচির আওয়াজ উঁচু করা বোকামি (অর্থাৎ নির্বুদ্ধিতা)।
(রাদ্দুল মুহতার, ৯/৬৮৪)
হাঁচির অবশিষ্ট সুন্নাত ও আদব তরবিয়্যতি হালকায় বর্ণনা করা হবে, অতএব তা জানার জন্য তরবিয়্যতি হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد