Khof e Khuda Me Ronay Ki Ahmiyat

Book Name:Khof e Khuda Me Ronay Ki Ahmiyat

বয়ান শোনার নিয়্যত

    প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল(জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)

    হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!           صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! اِنْ شَآءَ الله আজকের বয়ানে আমরা খোদাভীতিতে কাঁদার গুরুত্ব সম্পর্কে শুনব খোদাভীতিতে কাঁদা কতটা উপকারী হতে পারে, সে বিষয়ে একটি ঈমান উদ্দীপক ঘটনা বর্ণনা করা হচ্ছে আমরা এও শুনব যে, খোদাভীতি কাকে বলে? খোদাভীতিতে কাঁদার অনুপ্রেরণা নিয়ে কিছু রেওয়ায়াতও বর্ণনা করা হবে নিঃসন্দেহে খোদাভীতিতে কাঁদা সৌভাগ্যের বিষয় এবং অশ্রু প্রবাহিত করার চিকিৎসা সংক্রান্ত উপকারিতাও রয়েছে, তাও উপস্থাপন করা হবে আম্বিয়ায়ে কিরাম عَلَیْهِمُ السَّلَام এবং আউলিয়ায়ে কিরাম رَحِمَہُمُ اللهُ السَّلَام খোদাভীতিতে কেমন কান্নাকাটি করতেন এরও কিছু ঘটনা বর্ণনা করা হবে আল্লাহ করুন! আমরা যেন মন দিয়ে এবং ভালো ভালো নিয়তে সম্পূর্ণ বয়ান শোনার সৌভাগ্য অর্জন করতে পারি আসুন! একটি ঈমান উদ্দীপক ঘটনা শুনি, যেমনটি

এক ফোঁটা চোখের পানির কারণে জাহান্নাম থেকে মুক্তি