Book Name:Khof e Khuda Me Ronay Ki Ahmiyat
মাকতাবাতুল মদীনার কিতাব "খাওফে খোদা" এর ১৪২ পৃষ্ঠায় লেখা রয়েছে: কিয়ামতের দিন এক ব্যক্তিকে আল্লাহ পাকের দরবারে আনা হবে। তাকে তার আমলনামা দেওয়া হবে, যেখানে সে অনেক গুনাহ দেখতে পাবে। তখন সে আরয করবে: হে দয়ালু আল্লাহ! আমি তো এই গুনাহগুলো করিনি? আল্লাহ পাক ইরশাদ করবেন: আমার কাছে এর শক্তিশালী সাক্ষী (Witnesses) আছে। সেই বান্দা তার ডান ও বাম দিকে তাকাবে কিন্তু কোনো সাক্ষী খুঁজে পাবে না এবং বলবে: হে দয়ালু প্রতিপালক! সেই সাক্ষীগণ কোথায়? তখন আল্লাহ পাক তার অঙ্গ-প্রত্যঙ্গকে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দেবেন। কান বলবে: হ্যাঁ! আমরা (হারাম) শুনেছি এবং আমরা এর সাক্ষী। চোখ বলবে: হ্যাঁ! আমরা (হারাম) দেখেছি। জিহ্বা বলবে: হ্যাঁ! আমি (হারাম) বলেছিলাম। একইভাবে হাত ও পা বলবে: হ্যাঁ! আমরা (হারামের দিকে) এগিয়েছিলাম। ইত্যাদি।
সেই বান্দা এসব শুনে বিস্মিত হয়ে যাবে। এরপর যখন আল্লাহ পাক তাকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দেবেন, তখন সেই ব্যক্তির ডান চোখের একটি লোম দয়ালু আল্লাহ পাকের কাছে কিছু আরয করার অনুমতি চাইবে এবং অনুমতি পাওয়ার পর আরয করবে: ইলাহী! তুমি কি ইরশাদ করনি যে, আমার যে বান্দা আমার ভয়ে ঝরানো চোখের পানিতে তার চোখের কোনো লোম ভেজাবে, আমি তাকে ক্ষমা করে দেবো? আল্লাহ পাক ইরশাদ করবেন: কেন নয়! তখন সেই লোম আরয করবে: আমি সাক্ষ্য দিচ্ছি যে, তোমার এই গুনাহগার বান্দা তোমার ভয়ে কেঁদেছিল, যার ফলে আমিও ভিজে গিয়েছিলাম। এটা শুনে আল্লাহ পাক সেই বান্দাকে জান্নাতে যাওয়ার নির্দেশ দেবেন। একজন ঘোষক উচ্চস্বরে ঘোষণা করবে: শোন! অমুকের ছেলে