Khof e Khuda Me Ronay Ki Ahmiyat

Book Name:Khof e Khuda Me Ronay Ki Ahmiyat

থেকে বেঁচে থাকা খুব সহজ হয়ে যায়এই মহান নেয়ামত কী? খোদাভীতি কাকে বলে? আসুন! বিষয়ে শুনি

    আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার ক্বাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ তাঁর কিতাব "কুফরিয়া কালিমাত কে বারে মে সাওয়াল জাওয়াব" এর ২৬ পৃষ্ঠায় লিখেন: "আল্লাহ পাকের গোপন পরিকল্পনা, তাঁর অমুখাপেক্ষিতা, তাঁর অসন্তুষ্টি, তাঁর পাকড়াও, তাঁর পক্ষ থেকে প্রদত্ত আযাব, তাঁর ক্রোধ এবং এর ফলে ঈমানের ধ্বংস ইত্যাদির প্রতি ভীত থাকার নাম 'খোদাভীতি' বা 'আল্লাহর ভয়' কুরআনে করীমে আল্লাহ পাক মুমিনদেরকে বহু স্থানে এই পবিত্র গুণ অবলম্বন করার নির্দেশ দিয়েছেন" যেমনটি

পারা সূরা নিসার ১৩১ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে:

وَ لَقَدْ وَصَّیْنَا الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَ اِیَّاكُمْ اَنِ اتَّقُوا اللّٰهَؕ-

(পারা , সূরা নিসা, আয়াত ১৩১)

কানযুল ঈমানের অনুবাদ: এবং নিশ্চয়ই আমি তাকীদ দিয়েছি তাদেরকে, যাদেরকে তোমাদের পূর্বে কিতাব প্রদান করা হয়েছে এবং তোমাদেরকেও; যেন (তোমরা) আল্লাহকে ভয় করতে থাকো

অনুরূপভাবে পারা ২২ সূরা আহযাবের ৭০ নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَ قُوْلُوْا قَوْلًا سَدِیْدًاۙ(۷۰)

(পারা ২২, সূরা আহযাব, আয়াত ৭০)

কানযুল ঈমানের অনুবাদ: হে ঈমানদারগণ! আল্লাহকে ভয় করো এবং সরল কথা বলো

পারা সূরা আলে ইমরানের ১৭৫ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে:

وَ  خَافُوْنِ  اِنْ  كُنْتُمْ  مُّؤْمِنِیْنَ(۱۷۵)

(পারা , সূরা আলে ইমরান, আয়াত ১৭৫)