Behtar Kon?

Book Name:Behtar Kon?

তারপর তিনি বললেন: আমি কি তোমাদেরকে সেই কথাটি বলে দেব না, যার উপর আমল করলে তোমাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে? اَفْشُوا السَّلَامَ بَیْنَکُمْ তোমরা নিজেদের মধ্যে সালামের প্রসার ঘটাও! (আবু দাউদ, পৃষ্ঠা: ৮০৯, হাদীস: ৫১৯৩)

 

সালামের জবাব দেওয়া ওয়াজিব

প্রিয় ইসলামী ভাইয়েরা! এটাও সর্বদা মনে রাখবেন যে, যখন কেউ সালাম দেয়, তখন তার জবাব সাথে সাথে এবং এতটুকু আওয়াজে দেওয়া ওয়াজিব, যাতে সালামকারী শুনতে পায় যদি সালামের জবাব না দেওয়া হয়, তবে ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে গুনাহ হবে

 

(): সর্বোত্তম ব্যক্তি সে, যে কুরআন শেখে এবং শেখায়

সরকার--মদীনা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: خَیْرُکُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْاٰنَ وَ عَلَّمَہٗ  অর্থাৎ তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে, যে নিজে কুরআন শেখে এবং অন্যদের শেখায় (বুখারী, পৃষ্ঠা: ১২৯৯, হাদীস: ৫০২৭)

 

!سُبْحَانَ الله ইনিই হলেন সর্বোত্তম ব্যক্তি, যিনি কুরআন শেখেনও এবং অন্যদের শেখানও এখন আমাদের প্রত্যেকের ভেবে দেখা উচিত, * আমি কি কুরআন করীম সঠিক তাজবীদ মাখরাজের সাথে, আরবী উচ্চারণে পড়তে শিখেছি? * কুরআন করীমে আল্লাহ পাক আমাকে কী কী নির্দেশ দিয়েছেন? * কোন কোন কাজ থেকে বিরত থাকার (আদেশ) দিয়েছেন? * আমি কি এই সবকিছু শিখেছি? যদি শিখে থাকি বা শেখার চেষ্টায় থাকি, তাহলে যা শিখেছি তা কি অন্যদেরও শেখাচ্ছি? যদি বিবেক 'হ্যাঁ' বলে জবাব দেয়, তবে আল্লাহর শুকরিয়া আদায় করুন! আর যদি 'না' উত্তর আসে, তবে আজ থেকেই কুরআন করীম শেখা এবং অন্যদের শেখানো শুরু করে দিন!

 

            !اَلْحَمْدُ لِلّه আশিকানে রসূলের দ্বীনি সংগঠন 'দা'ওয়াত--ইসলামী'র অধীনে কুরআন পাকের শিক্ষাকে (ব্যাপক) করার জন্য হাজার হাজার 'মাদরাসাতুল মদীনা (বালিগান)' এর ব্যবস্থা করা হয়। যেখানে বয়স্ক ইসলামী ভাইয়েরা সঠিক মাখরাজ ও অক্ষরের সঠিক উচ্চারণের সাথে কুরআন করীম শেখে, দু' (মুখস্থ) করে, নামায ইত্যাদি শুদ্ধ করে এবং