Behtar Kon?

Book Name:Behtar Kon?

ঘুমিয়ে থাকে, তখন নামায পড়ো, (তোমরা এই তিনটি কাজ করলে) শান্তির সাথে জান্নাতে প্রবেশ করবে (ইবনে মাজাহ, খণ্ড: , পৃষ্ঠা: ৪২৩, হাদীস: ১৩৩৪)

 

রুটি খাওয়ানোর সাওয়াব গুনাহের উপর প্রভাবশালী হয়ে গেল

হে আশিকানে রসূল! ক্ষুধার্তকে খাবার খাওয়ানো, তৃষ্ণার্তকে পানি পান করানো, গরীবদের সাহায্যে এগিয়ে আসা অনেক সাওয়াবের কাজ 'শু'আবুল ঈমান'- আছে: পূর্ববর্তী উম্মতদের মধ্যে একজন ইবাদতকারী ব্যক্তি ছিল, সে ৬০ বছর ধরে আল্লাহর ইবাদত করত তারপর তার উপর নফস শয়তান  প্রভাবশালী  হয় এবং সে ব্যভিচারের মতো ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়ে পড়ে সে রাত একজন পরনারীর সাথে কাটায়

 

তার পূর্ববর্তী ইবাদত তার কাজে আসে, আল্লাহর কৃপা আবার তার উপর হয় এবং সে সেই গুনাহের জন্য অনুতপ্ত হয় যখন সে অনুভব করে যে সে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছে, তখন আল্লাহর ভয়ে দৌড়ে মসজিদের দিকে যায় সেখানে সে দেখে যে জন ক্ষুধার্ত ব্যক্তি বসে আছে অতঃপর সে তাদের তিনজনকে খাবার খাওয়ানোর সৌভাগ্য অর্জন করে বর্ণনায় আছে: ইন্তিকালের পর যখন তার আমলের হিসাব হয়, তখন ৬০ বছরের ইবাদত এক পাল্লায় এবং দিনের গুনাহ অন্য পাল্লায় রাখা হয় আহা! সেই দিনের ব্যভিচারের গুনাহ ৬০ বছরের ইবাদতের উপর প্রভাবশালী  হয়ে যায় কিন্তু আল্লাহর কৃপা হয়, সেই একটি রুটি যা সে জন ক্ষুধার্ত মানুষকে খাইয়েছিল, যখন সেই রুটিটি নেকীর পাল্লায় রাখা হয়, তখন তার নেকীর পাল্লা ভারী হয়ে যায়

(শু'আবুল ঈমান, খণ্ড: , পৃষ্ঠা: ২৬২, হাদীস: ৩৪৬৮)

 

!اَللهُ اَكْبَرُ প্রিয় ইসলামী ভাইয়েরা! চিন্তা করুন! ৬ দিনের জঘন্য অপরাধ যা ৬০ বছরের ইবাদতের উপর ভারী হয়ে গিয়েছিল, একটি রুটি যা ক্ষুধার্তের পেট ভরার জন্য সাদকা করা হয়েছিল, সেই অপরাধের উপর  প্রভাবশালী হলো এবং সেই ইবাদতকারীর ক্ষমার কারণ হয়ে দাঁড়াল। !سُبْحَانَ الله আল্লাহ পাক আমাদেরকেও যেন উদারভাবে আল্লাহর