Book Name:Behtar Kon?
মানুষকে জাহান্নামে পৌঁছে দেয়। একইভাবে, যে অন্তরে বিদ্বেষ, ঘৃণা বা হিংসার রোগ থাকে, সেই অন্তরও খুব অপবিত্র, আর এমন অন্তরের অধিকারী জান্নাত থেকে বঞ্চিতও হতে পারে।
আল্লাহ পাক কুরআন করীমে ইরশাদ করেন:
یَوْمَ لَا یَنْفَعُ مَالٌ وَّ لَا بَنُوْنَ (ۙ۸۸) اِلَّا مَنْ اَتَی اللّٰہَ بِقَلْبٍ سَلِیْمٍ (ؕ۸۹)
(পারা ১৯, সূরা শু’আরা, আয়াত ৮৮-৮৯) কানযুল ঈমানের অনুবাদ: যেদিন না ধন সম্পদ কাজে আসবে এবং না সন্তান সন্ততি, কিন্তু সেই ব্যাক্তি, যে আল্লাহর সম্মুখে হাযির হয়েছে বিশুদ্ধ (পবিত্র) অন্তর নিয়ে।
জানা গেল, কিয়ামতের দিন সম্পদ কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না, কিয়ামতের দিন ‘ক্বলবে সলীম’ কাজে আসবে। ক্বলবে সলীম কী? * সেই অন্তর যা কুফর ও শিরক থেকে পবিত্র। * যে অন্তরে বদ-আকীদা (ভ্রান্ত বিশ্বাস) নেই। * সেই অন্তর যা বাতিনী (অন্তরের) রোগ থেকে পবিত্র। * যেখানে হিংসা নেই, বিদ্বেষ নেই ঘৃণা নেই, দুনিয়ার ভালবাসা নেই, এমন পবিত্র অন্তরের অধিকারী কিয়ামতের দিন সফলকাম হবে। আর যার কাছে এমন অন্তর থাকবে না, এটা খুবই সম্ভব যে আল্লাহ পাক তার প্রতি রহমতের দৃষ্টি দেবেন না। আর যার প্রতি আল্লাহ পাকের রহমতের দৃষ্টি থাকবে না, সে জাহান্নামের হকদার।
(৪): উত্তম
তারা, যাদের দেরিতে রাগ আসে
এবং দ্রুত চলে যায়
রসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মহান ফরমান: জেনে রেখো, (মানুষের মধ্যে) কেউ কেউ এমন আছে যাদের দেরিতে রাগ আসে এবং দ্রুত শেষ হয়ে যায়, আবার কেউ কেউ এমন আছে যাদের দ্রুত রাগ আসে এবং দ্রুতই শেষ হয়ে যায়, এটা তার প্রতিদান। শুনে নাও! তাদের মধ্যে কেউ কেউ এমন আছে যাদের দ্রুত রাগ আসে এবং দেরিতে শান্ত হয়। শুনে নাও! তাদের মধ্যে উত্তম সে, যার দেরিতে রাগ আসে