Book Name:Behtar Kon?
ھَلْ رَضَیْتَ؟ (হে কুরআন! তুমি কি সন্তুষ্ট?) কুরআন করীম বলবে: হে রব! এর চেয়েও উত্তম প্রতিদান দিন। এখন সেই ব্যক্তিকে বাদশাহী এবং জান্নাত দান করা হবে। তারপর কুরআন করীমকে বলা হবে:
ھَلْ رَضَیْتَ؟ (হে কুরআন! এখন কি তুমি সন্তুষ্ট?) কুরআন করীম বলবে: হ্যাঁ, হে রব! (এখন আমি সন্তুষ্ট)। (শু'আবুল ঈমান, খণ্ড: ২, পৃষ্ঠা: ৩৪৫, হাদীস: ১৯৯১)
(৩): সত্যবাদী জিহ্বা এবং পবিত্র হৃদয়ের অধিকারীরাই উত্তম
হযরত আব্দুল্লাহ ইবনে উমর (رَضِیَ اللهُ عَنْہُمَا) বলেন: প্রিয় আকা, নূর নবী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র দরবারে আরয করা হলো: اَیُّ النَّاسِ اَفْضَلُ؟ یا رسولَ الله صَلَّی الله عَلَیْہِ وَ آلِہٖ وَسَلَّم ইয়া রসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! মানুষের মধ্যে কে উত্তম? তিনি ইরশাদ করলেন: کُلُّ مَخْمُوْمِ الْقَلْبِ، صُدُوقُ اللِّسَانِ অর্থাৎ প্রত্যেক সেই ব্যক্তি যে ‘মাখমুমুল ক্বলব’ এবং ‘সাদুকুল লিসান’ (সত্যবাদী জিহ্বার অধিকারী)। সাহাবায়ে কিরাম (عَلَیْہِمُ الرِّضْوَان) আরয করলেন: ইয়া রসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! ‘সাদুকুল লিসান’ (অর্থাৎ সত্যবাদী জিহ্বার অধিকারী) কাকে বলে, তা তো আমরা জানি, কিন্তু ‘মাখমুমুল ক্বলব’ কে? তিনি ইরশাদ করলেন: সে হলো সেই মুত্তাকী ব্যক্তি যার উপর কোনো গুনাহ নেই, যার অন্তরে কোনো বিদ্রোহ, কোনো বিদ্বেষ, এবং কোনো হিংসা নেই। (ইবনে মাজাহ, খণ্ড: ৪, পৃষ্ঠা: ৪৭৫, হাদীস: ৪২১৬)
জানা গেল, যার জিহ্বা সত্যবাদী, যে মিথ্যা বলে না, এবং যার অন্তরে কোনো বিদ্রোহ, কোনো বিদ্বেষ, কোনো ঘৃণা, কোনো হিংসা নেই, সেই ব্যক্তি বড়ই মর্যাদাবান।
ক্বলবে সলীম (পরিশুদ্ধ অন্তর)-এর ফযীলত
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই হাদীসের আলোকে (এখন) আমরা ভেবে দেখি, আমাদের কি সত্যবাদী জিহ্বা এবং পবিত্র অন্তর আছে? যদি আমরা সত্য বলার অভ্যস্ত হই, মিথ্যা থেকে শত শত মাইল দূরে থাকি, অন্তরে হিংসা, বিদ্বেষ, ঘৃণা ইত্যাদি না রাখি, তবে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ না করুক, যদি এমন না হয়, মিথ্যা বলার অভ্যাসও থাকে, অন্তরে বিদ্বেষ ও ঘৃণা বা হিংসা ইত্যাদিও রাখি, তবে আমাদের ভয় করা উচিত। কারণ মিথ্যা হলো গুনাহর উৎস, মিথ্যা গুনাহ, এবং গুনাহ