Book Name:Behtar Kon?
মন্দের মাপকাঠি এই বিষয়গুলো নয়, বরং ভালো-মন্দের মাপকাঠি হলো মানুষের চরিত্র। আমি ভালো না মন্দ, এর ফয়সালা আল্লাহ পাক এবং তাঁর প্রিয় হাবীব
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم করবেন। এর জন্য আমাকে নিজেকে শরীয়তের আয়নায় দেখতে হবে, কুরআন ও হাদীসের আলোকে নিজের চরিত্র, কথাবার্তা, কাজকর্ম ও নৈতিকতার পর্যালোচনা করতে হবে।
আমাদের মধ্যে কে ভালো? কে উত্তম? সৃষ্টির সেরা, সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, সর্বাপেক্ষা উত্তম ও মহান অর্থাৎ আমাদের প্রিয় আকা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যিনি আল্লাহরও মাহবুব, তাঁর নবুয়্যতের দৃষ্টিতে কে সর্বোত্তম? আসুন! এই বিষয়ে কয়েকটি হাদীস শুনি। এই হাদীসগুলোর আলোকে আমাদের নিজেদের পর্যালোচনা করতে হবে। যদি আমরা এই ফরমান-ই-মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অনুযায়ী উত্তম মুসলমান হই, তবে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর যদি, আল্লাহ না করুক, এমন না হয়, আমরা উত্তম না হই, তবে আমাদের এই হাদীসগুলো গ্রহণ করে উত্তম হওয়ার চেষ্টা করতে হবে। আসুন! হাদীস শরীফ শুনি:
(১): খাবার খাওয়ানো, সালামের জবাব দেওয়া
সরকার-ই-নামদার, মদীনার তাজদার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: خِیَارُکُمْ مَنْ اَطْعَمَ الطَّعَامَ وَ رَدَّ السَّلَامَ অর্থাৎ তোমাদের মধ্যে উত্তম সে, যে খাবার খাওয়ায় এবং সালামের জবাব দেয়।
(মুসনাদে ইমাম আহমাদ, খণ্ড: ৯, পৃষ্ঠা: ৭০২, হাদীস: ২৪৬৫২)
এই হাদীস থেকে জানা গেল, যে মুসলমান মানুষকে খাবার খাওয়ায় এবং সালামের জবাব দেয়, সে-ই সর্বোত্তম। এখন আমাদের প্রত্যেকের ভেবে দেখা উচিত, আমি কি মানুষকে খাবার খাওয়াই? আমি কি সালামের জবাব দিই? যদি ভেতর থেকে বিবেক 'হ্যাঁ' বলে জবাব দেয়, তবে আল্লাহর শুকরিয়া আদায় করুন! আর যদি 'না' উত্তর আসে, তবে আজ থেকেই এই দুটি কাজ গ্রহণ করার নিয়্যত করে নিন! (১): অন্যদের খাবার খাওয়ানো, (২): সালামের জবাব দেওয়া।