Book Name:Behtar Kon?
ভুলে যাওয়া ইত্যাদি। এই সমস্ত বাতিনী (অন্তরের) রোগ, যা অন্তরকে নোংড়া করে দেয়, রাগের কারণে জন্ম নেয়। (রাগের চিকিৎসা, পৃষ্ঠা: ১৮)
প্রিয় ইসলামী ভাইয়েরা! যখনই রাগ আসবে, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে এবং এর মন্দ থেকে বাঁচার জন্য চেষ্টা করা উচিত। মুসলমানদের প্রিয় আম্মাজান হযরত আয়েশা সিদ্দীকা (رَضِیَ اللهُ عَنْہَا)-এর যখন রাগ আসত, তখন নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত আয়েশা (رَضِیَ اللهُ عَنْہَا)-কে এভাবে বলতে বলতেন: اَللّٰہُمَّ رَبَّ مُحَمَّدٍ، اِغْفِرْ لِی ذَنْبِی، وَاَذْہِبْ غَیْظَ قَلْبِی، وَاَجِرْنِی مِنْ مُضِلَّاتِ الْفِتَنِ হে মুহাম্মাদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর রব! আমার গুনাহ ক্ষমা করে দিন, আমার অন্তরের রাগ দূর করে দিন এবং আমাকে পথভ্রষ্টকারী প্রকাশ্য ও অপ্রকাশ্য ফিতনা থেকে রক্ষা করুন।
('আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ' লি ইবনিস সুন্নী, পৃষ্ঠা: ২০৩, হাদীস: ৪৫৬)
রাগের বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী (دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ) এর পুস্তিকা (রাগের চিকিৎসা) পড়ে নিন!
(৫): সর্বোত্তম ব্যক্তি সে, যে উত্তমরূপে ঋণ পরিশোধ করে
সরকার-ই-আলী ওয়াকার, মদীনার তাজদার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اِنَّ خِیَارَالنَّاسِ اَحْسَنُہُمْ قَضَاءً সর্বোত্তম ব্যক্তি সে, যে উত্তমরূপে ঋণ পরিশোধ করে। (মুসলিম, পৃষ্ঠা: ৬২২, হাদীস: ১৬০০)
প্রখ্যাত মুফাসসির-ই-কুরআন, হাকীমুল উম্মত হযরত মুফতী আহমাদ ইয়ার খান (رَحْمَۃُ اللهِ عَلَیْہِ) এই হাদীসের অধীনে বলেন: এর থেকে কয়েকটি মাসআলা জানা গেল। একটি হলো, যদি ঋণগ্রহীতা কোনো শর্ত ছাড়াই ঋণের চেয়ে কিছু বেশি দেয়, তবে তা সুদ নয়। দ্বিতীয়টি হলো, (ঋণগ্রহীতা) ঋণদাতাকে খুশি মনে ঋণ পরিশোধ করবে।
(মিরআতুল মানাজীহ, খণ্ড: ৪, পৃষ্ঠা: ২৯৪)