Book Name:Behtar Kon?
সরকার-ই-আলী ওয়াকার, মদীনার তাজদার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি মানুষের সম্পদ ঋণ হিসেবে নেয় এবং তা পরিশোধ করার দৃঢ় ইচ্ছা রাখে, আল্লাহ পাক তার পক্ষ থেকে তা পরিশোধের ব্যবস্থা করে দেন। আর যে ব্যক্তি তা নষ্ট করার ইচ্ছা রাখে, আল্লাহ পাক তার উপর ধ্বংস চাপিয়ে দেন। (বুখারী, পৃষ্ঠা: ৬১৫, হাদীস: ২৩৮৭)
নেককার ব্যক্তির ঋণ পরিশোধ হয়েই যায়
প্রখ্যাত মুফাসসির-ই-কুরআন, হাকীমুল উম্মত হযরত মুফতী আহমাদ ইয়ার খান (رَحْمَۃُ اللهِ عَلَیْہِ) এই হাদীসের অধীনে বলেন: অর্থাৎ, যার নিয়্যত ঋণ নেওয়ার সময়ই পরিশোধ করার থাকে না, বরং শুরু থেকেই অর্থ আত্মসাৎ করার ইচ্ছা থাকে, এমন ব্যক্তি অপ্রয়োজনেও ঋণ নেয় এবং অন্যায়ভাবে (খরচ করে)। এই হাদীসটি অনেক নির্দেশনায় পরিপূর্ণ এবং অভিজ্ঞতা থেকে প্রমাণিত যে, নেককার ব্যক্তির ঋণ পরিশোধ হয়েই যায়, (হোক) সে জীবনে নিজে পরিশোধ করুক বা মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা পরিশোধ করুক। যদি এটাও না হয়, তবে রোজ কিয়ামতে রব্বে করীম এমন ঋণগ্রহীতার ঋণ তার ঋণদাতার কাছ থেকে মাফ করিয়ে দেবেন অথবা ঋণদাতাকে ঋণের বিনিময়ে জান্নাতের নিয়ামত দান করবেন। (মিরআতুল মানাজীহ, খণ্ড: ৪, পৃষ্ঠা: ২৯৭)
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই দুনিয়াতে মানুষের ঋণ নেওয়ার প্রয়োজন হয়ে থাকে। ভালো নিয়্যত করুন যে, যখনই ঋণ নেব, খাঁটি মনে, ফেরত দেওয়ার নিয়্যতে ঋণ নেব। যার নিয়্যত খাঁটি হয়, আল্লাহ পাক তার জন্য পথ সহজ করে দেন।
আল্লাহ পাক আমাদেরকেও পবিত্র হৃদয়ের অধিকারী, খাঁটি নিয়্যতের অধিকারি বানিয়ে দিক। اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
নেক আমল নম্বর ৩০ এর প্রতি উৎসাহ
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই ফিতনার যুগে আশিকানে রসূলের দ্বীনি সংগঠন 'দা'ওয়াতে ইসলামী' উম্মতের সংশোধনের মহান উদ্দেশ্য নিয়ে মুসলমানদের মধ্যে ভালবাসার (পেয়ালা) পান করাচ্ছে এবং তাদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য প্রচারে কর্মরত।