Behtar Kon?

Book Name:Behtar Kon?

রাস্তায় খরচ করার, ক্ষুধার্তদের খাবার খাওয়ানোর এবং গরীবদের সাহায্য করার তাওফীক দান করেন             اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

 

সালামের জবাবের মাদানী ফুল

প্রিয় ইসলামী ভাইয়েরা! খাবার খাওয়ানোর মতো সালামের জবাব দেওয়াও উত্তম মানুষের লক্ষণ আফসোস! আজকাল এই ব্যাপারে অনেক অলসতা উদাসীনতা দেখা যায় প্রথমত, এখন সালাম দেয়ই বা 'জন? 'হ্যালো', 'হাই', 'গুড মর্নিং' ইত্যাদি বলে দেয়, অথচ এগুলো ইসলামী সালাম নয় ইসলামী সালাম হলো اَلسَّلَامُ عَلَيْكُمْ  وَ رَحْمَةُ اللهِ وَ بَرَكَاتُهٗ বলা যখনই কারও সাথে দেখা হবে, اَلسَّلَامُ عَلَيْكُمْ  وَ رَحْمَةُ اللهِ وَ بَرَكَاتُهٗ বলুন,
اِنْ شآءَ الله সাওয়াব পাবেন

প্রিয় আকা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইসলামী সালাম শিখিয়েছেন

সাহাবী--রসূল হযরত আবু রাশিদ আব্দুর রহমান (رَضِیَ اللهُ عَنْہُ) বলেন: আমি ছোট ছিলাম, একবার প্রিয় আকা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم-এর খিদমতে হাজির হয়ে বললাম: اَنْعِمْ صَبَاحاً (এটি আরবী, এর ইংরেজি অনুবাদ হবে: Good Morning) অর্থাৎ, সকাল শুভ হোক রসূলে আকরাম, নূর--মুজাসসাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন: এটা তো মুসলমানদের সালাম নয় যখন তুমি কারও কাছে যাবে, তখন বলবে: اَلسَّلَامُ عَلَيْكُمْ  وَ رَحْمَةُ الله(আল-কুনা ওয়াল আসমা, খণ্ড: , পৃষ্ঠা: ৫৬, হাদীস: ২১৭)

 

সালাম ভালোবাসা সৃষ্টি করে

!سُبْحَانَ الله প্রিয় ইসলামী ভাইয়েরা! এটাই হলো ইসলামী সালাম...! যখনই কারও সাথে দেখা হবে, এভাবেই সালাম করা উচিত। "সালাম" একটি অমূল্য নিয়ামত। আল্লাহ পাক সালামের মধ্যে এমন এক অসাধারণ প্রভাব রেখেছেন যে, আমরা মুখে সালাম দিই কিন্তু এর প্রভাব সরাসরি অন্তরে গিয়ে পড়ে আমাদের প্রিয় নবী, রসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন:لَاتَدْخُلُوا الجَنَّۃَ حَتّٰی تُؤْمِنُو وَلَا تُؤْمِنُوْا حَتّٰی تَحَابُّوْا  তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে! আর তোমরা ততক্ষণ পর্যন্ত (পূর্ণাঙ্গ) মু'মিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত একে অপরকে ভালো না বাসবে!