Aal e Nabi Ke Fazail

Book Name:Aal e Nabi Ke Fazail

মতো মনে করা, তা কোনো মূর্খ, বেয়াক্কেল এর মুখের কথা হতে পারে কোথায় সেই মহান মর্যাদা! আর কোথায় সাধারণ মানুষ...!! (উমদাতুল ক্বারী, কিতাবুল অযু, বাবুল মায়ি, /৪৮১)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

সর্বোত্তম বংশের অধিকারী

প্রিয় ইসলামী ভাইয়েরা! আওলাদে মুস্তফারও কী অনন্য শান! এরা এমন উঁচু মর্যাদার অধিকারী যে, তাদের বংশের মতো দুনিয়াতে আর কোনো বংশ নেই সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস رَحْمَۃُ اللهِ عَلَیْہِمَا বলেন: রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেছেন, আল্লাহ পাক যখন সৃষ্টিকে দুই ভাগে ভাগ করেন, তখন আমাকে সর্বোত্তম ভাগে রাখেন তারপর ওই দুই ভাগকে তিন ভাগে ভাগ করেন এবং আমাকে ওই তিন ভাগের মধ্যে সর্বোত্তম শ্রেষ্ঠ ভাগে রাখেন তারপর সেই তিন ভাগের গোত্র (ঞৎরনবং) বানান এবং আমাকে সর্বোত্তম শ্রেষ্ঠ গোত্রে রাখেন তারপর গোত্রগুলোকে পরিবারে বিভক্ত করেন এবং আমাকে সর্বোত্তম শ্রেষ্ঠ পরিবারে রাখেন অতঃপর আল্লাহ পাক ইরশাদ করেন:

 

وَ قَرْنَ فِیْ بُیُوْتِکُنَّ وَ لَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاھِلِیَّۃِ  الْاُوْلٰی وَ اَقِمْنَ الصَّلٰوۃَ وَ اٰتِیْنَ الزَّکٰوۃَ  وَ  اَطِعْنَ اللّٰہَ  وَ  رَسُوْلَہٗ ؕ اِنَّمَا یُرِیْدُ اللّٰہُ  لِیُذْھِبَ عَنْکُمُ الرِّجْسَ اَھْلَ الْبَیْتِ وَ یُطَہِّرَکُمْ  تَطْہِیْرًا

(পারা ২২, আহযাব, আয়াত ৩৩)        কানযুল ঈমানের অনুবাদ: আর নিজেদের গৃহসমূহে অবস্থান করো এবং বেপর্দা থেকো না যেমন পূর্ববর্তী জাহেলী যুগের পর্দাহীনতা, এবং নামায কায়েম রাখো, যাকাত দাও এবং আল্লাহ তাঁর রাসূলের নির্দেশ মান্য করো আল্লাহ তো এটাই চান, হে নবীর পরিবারবর্গ-যে, তোমাদের থেকে প্রত্যেক অপবিত্রতা দূরীভূত করে দিবেন এবং তোমাদেরকে পবিত্র করে খুব পরিচ্ছন্ন করে দিবেন

 

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

আহলে বাইতের বংশের একটি বৈশিষ্ট্য

ে আশিকানে সাহাবা ও আহলে বাইত! একটি কথা মনে রাখতে হবে যে, সাদাতে কিরামের বংশ অত্যন্ত ফযিলতপূর্ণ। এর সাথে সাথে এই পবিত্র ও উঁচু মর্যাদাসম্পন্ন বংশের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, কিয়ামতের সেই ভয়ঙ্কর দিনে যখন