Book Name:Aal e Nabi Ke Fazail
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হযরত আল্লামা কাযী আয়ায মালিকী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ 'শিফা শরীফ'-এ নকল করেন: আল্লাহ পাকের প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেছেন: আলে মুহাম্মদের মারিফত (অর্থাৎ পরিচয়) জাহান্নাম থেকে মুক্তি, তাদের প্রতি ভালোবাসা পুলসিরাতে সহজতা এবং তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ পাকের আযাব থেকে নিরাপত্তা।
(আশ-শিফা, বাবুস ছালিছ, ফসলু ফি তাওকিরা ওয়া বিররে আলাহ, দ্বিতীয় অংশ, ৪০ পৃ:)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা শুনলাম! আলে নবীর মারিফত (অর্থাৎ পরিচয়, যেমন তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা, তাদের মর্যাদা সম্পর্কে জানা ইত্যাদি) জাহান্নাম থেকে নাজাতের (মাধ্যম)। আসুন! আওলাদে মুস্তফার সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নিই:
উলামায়ে কিরামের ঐকমত্য আছে যে, রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শাহজাদীরা ৪ জনই (না ৩ জন, না ৫ জন)। তবে শাহজাদাদের সংখ্যা নিয়ে মতভেদ আছে। বেশিরভাগ উলামায়ে কিরাম বলেন যে, তাঁর আওলাদে পাকের সংখ্যা ৭ জন। তাদের মধ্যে ৪ জন শাহজাদী: (১): হযরত যয়নব (২): হযরত রুকাইয়া (৩): হযরত উম্মে কুলসুম এবং (৪): হযরত ফাতিমাতুয যাহরা رَضِیَ اللهُ عَنْہُنَّ। এবং ৩ জন শাহজাদা: (৫): হযরত কাসিম (৬): হযরত আব্দুল্লাহ এবং (৭): হযরত ইবরাহীম رَضِیَ اللهُ عَنْہُمْ।
হুযুরে আকদাস صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সকল শাহজাদা ছোট বয়সেই ইন্তেকাল করেন, যেখানে শাহজাদীরা দীর্ঘদিন পর্যন্ত জীবিত ছিলেন। হযরত যয়নব, হযরত রুকাইয়া এবং হযরত উম্মে কুলসুম رَضِیَ اللهُ عَنْہُنَّ তো তাঁর জাহেরী জিন্দেগী মুবারকেই ইন্তেকাল করেছিলেন। চতুর্থ শাহজাদী হযরত ফাতিমাতুয যাহরা رَضِیَ اللهُ عَنْہَا তাঁর ওফাতের পর পর্যন্ত জীবিত ছিলেন। প্রথম তিন শাহজাদীর আওলাদ থেকে নসব (বংশ) এগোতে পারেনি, শুধুমাত্র হযরত ফাতিমাতুয যাহরা رَضِیَ اللهُ عَنْہَا থেকেই বংশ এগিয়েছে। এখন দুনিয়াতে যত