Aal e Nabi Ke Fazail

Book Name:Aal e Nabi Ke Fazail

সৈয়দ আছেন, তারা সবাই হযরত ইমাম হাসান মুজতবা এবং হযরত ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُمَا এর আওলাদ

 

    আওলাদে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য মাকতাবাতুল মদীনার সংক্ষিপ্ত বই "আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শাহজাদা শাহজাদীগণ" পড়ে নিন!

আহলে বাইতের প্রতি বিদ্বেষ পোষণকারীদের পরিণতি

প্রিয় ইসলামী ভাইয়েরা! যেমনিভাবে আওলাদে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে মুহাব্বত রাখার অগণিত ফযিলত বরকত রয়েছে, তেমনই তাদের সাথে বিদ্বেষ শত্রুতা রাখারও বড় কঠোর শাস্তির সতর্কবাণী রয়েছে যেমন:

 

আহলে বাইতের সাথে শত্রুতা পোষণকারী জাহান্নামী

হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا থেকে বর্ণিত, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেছেন: যদি কোনো ব্যক্তি কাবা শরীফ এবং মাকামে ইবরাহীমের মাঝে নামায পড়ে, সেখানেই থেকে রোযা রাখে, তারপরও যদি সে আহলে বাইতের শত্রুতা নিয়ে মারা যায়, তবে সে জাহান্নামে যাবে

(মুজামু কবীর, /৩১৯, হাদিস: ১১২৪৯)

 

যদি সাদাতে কিরাম গুনাহ করে বসেন তাহলে...!!

্রিয় ইসলামী ভাইয়েরা! এটাও মনে রাখবেন! যে, যদি مَعَاذَ الله (আল্লাহ না করুক) কোনো সৈয়দ সাহেব গুনাহে লিপ্ত থাকেন, তবুও তাঁর সাথে বিয়াদবি করার অনুমতি নেই। তাঁর আদবের প্রতি যথাযথ প্রতিষ্ঠিত থাকবে, কারণ সাদাতে কিরামের আদব তাদের ব্যক্তিগত কারণে নয়, বরং সাদাতের সরদার, রাসূলে মুখতার, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে সম্পর্কের কারণে। অতএব, কোনো সৈয়দ সাহেবকে কোনো শরীয়তবিরোধী কাজে ব্যস্ত দেখলেও তাঁর বিরুদ্ধে অন্তরে ময়লা আসতে দিবেন না, বরং আদবের সাথে তাকে নেকীর দাওয়াত দেওয়া উচিত। আল্লামা ইবনে হাজার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন: এক ইমাম সাহেব সৈয়দজাদাদের খুব সম্মান করতেন। কেউ তাকে জিজ্ঞেস