Book Name:Aal e Nabi Ke Fazail
উসিলা পেশ করতাম। আল্লাহ করীম আমার মুশকিল আসান করে আমার উদ্দেশ্য পূরণ করে দিতেন। (তারীখে বাগদাদ, ১/১৩৩) * ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমার যখন কোনো প্রয়োজন হতো, আমি দুই রাকাত নামায আদায় করে ইমামে আযম আবু হানিফা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর নূরানী মাযারে গিয়ে দোয়া করতাম, আল্লাহ করীম আমার প্রয়োজন পূরণ করে দিতেন। (আল-খাইরাতুল হিসান, ২৩০ পৃ:) (যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের ওলীর মাযার শরীফ বা) কোনো মুসলমানের কবর যিয়ারত করতে চায়, তবে মুস্তাহাব হলো, প্রথমে নিজ গৃহে (গাইরে মাকরুহ ওয়াক্তে) দুই (২) রাকাত নফল পড়বে, প্রতি রাকাতে সূরা ফাতেহার এর পর এক (১) বার আয়াতুল কুরসী এবং তিন (৩) বার সূরা ইখলাস পড়বে এবং এই নামাযের সাওয়াব কবরবাসীকে পৌঁছাবে। আল্লাহ করীম ওই মৃত ব্যক্তির কবরে নূর সৃজন করবেন এবং এই (সাওয়াব পৌঁছানো) ব্যক্তিকে অনেক বেশি সাওয়াব দান করবেন।
(ফতোওয়ায়ে আলমগীরী, ৫/৩৫০)
মাযার শরীফে উপস্থিতির অবশিষ্ট মাদানী ফুল তরবিয়তী হালকায় বর্ণনা করা হবে, সুতরাং সেগুলো জানার জন্য তরবিয়তী হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দা’ওয়াতে ইসলামীর
সাপ্তাহিক ইজতিমায় পঠিত
৬টি
দরূদ শরীফ ও ২টি দোয়া
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ
الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ
বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন।
(আফযালুস সালাওয়াতি আ’লা সায়্যিদিস সাদাত, ১৫১ পৃষ্ঠা)