Aal e Nabi Ke Fazail

Book Name:Aal e Nabi Ke Fazail

কোনো বিনিময় চাই না তবে! আমি তোমাদের আমার নিকট আত্মীয়দের প্রতি ভালেবাসা রাখার নসিহত করছি থেকে জানা গেল; প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ভালোবাসা, তাঁর আত্মীয়-স্বজনের ভালোবাসা দ্বীনের ফরায়িয (তথা ফরয কাজ) এর মধ্যে একটি (তাফসীরে বাগভী, পারা: ২৫, সূরা শূরা, আয়াতের পাদটীকা: ২৩/৮১)

 

ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না

রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেছেন: لَا یُؤْمِنُ عَبْدٌ حَتّٰی اَکُوْنَ اَحَبَّ اِلَیْہِ مِنْ نَفْسِہٖ অর্থাৎ, কোনো বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার কাছে তার প্রাণের চেয়েও বেশি প্রিয় হই وَذَاتِیْ اَحَبَّ اِلَیْہِ مِنْ ذَاتِہِ এবং আমার সত্তা তার নিজের সত্তার চেয়ে বেশি প্রিয় না হয় وَتَکُوْنَ عِتْـرَ تِیْ اَحَبَّ اِلَیْہِ مِنْ عِتْـرَ تِہِ এবং আমার আওলাদ তার নিজের আওলাদের চেয়ে প্রিয় না হয় وَاَہْلِیْ اَحَبَّ اِلَیْہِ مِنْ اَہْلِہِ এবং আমার আহলে বাইত তার নিজের পরিবারের চেয়ে বেশি প্রিয় মাহবুব না হয়ে যায়

(শুয়াবুল ঈমান, বাবু ফিল হুব্বিন নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم, /১৮৯, হাদিস: ১৫০৫)

 

মুহাব্বতে আহলে বাইত ইশকে রাসূলের ফল

হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا থেকে বর্ণিত, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেছেন: اَحِبُّوااللّٰہَ  لِمَایَغْذُوْکُمْ مِنْ نِعَمِہِ অর্থাৎ, আল্লাহ পাককে ভালোবাসো কারণ তিনি তোমাদের নেয়ামত দান করেন واَحِبُّوْنِیْ بِحُبِّ اللّٰہِ এবং আল্লাহ পাকের ভালেবাসার কারণে আমার প্রতি ভালোবাসা রাখো (কারণ আমি হাবিবুল্লাহ অর্থাৎ আল্লাহ পাকের প্রিয় বন্ধু)। واَحِبُّوْنِیْ بِحُبِّ اللّٰہِ এবং আমার প্রতি মুহাব্বতের কারণে আমার আহলে বাইতের সাথে মুহাব্বত রাখো

 (তিরমিযি, আবওয়াবুল মানাকিব আন রাসূলুল্লাহ, মানাকিবে আহলে বাইতুন নবী, ৮৫৯ পৃ:, হাদিস: ৩৭৯৬)

 

্রিয় ইসলামী ভাইয়েরা! জানা গেল; সাহাবায়ে কিরাম এবং আহলে বাইতে পাকের সাথে মুহাব্বত রাখা ইশকে রাসূলের ফল। মুমিন বান্দার পরিচয় হলো, সে আল্লাহ পাককে ভালোবাসে, তার অন্তরে মাহবুবে খোদা, আহমদে মুজতবা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুহাব্বত থাকে। আর যে অন্তরে মুহাব্বতে রাসূল বিদ্যমান, তার পরিচয় হলো, সে