Aal e Nabi Ke Fazail

Book Name:Aal e Nabi Ke Fazail

সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, মা তার একমাত্র সন্তানকে ছেড়ে পালাবে, বাবা ছেলের হাত ছাড়িয়ে নিবে, কেউ জিজ্ঞেস করবে না কে কার ছেলে আর কে কার ভাই, কিন্তু উৎসর্গিত হয়ে যাই! আহলে বাইতে পাকের শানের উপর যে, তাদের পবিত্র বংশ এমন এক বরকতময় মজবুত রশি, যা কখনোই ছিন্ন হবে না এই বংশ দুনিয়াতেও প্রতিষ্ঠিত, কবরেও কায়িম হবে, হাশরে, মিযানে, পুলসিরাতে সব জায়গায় কাজে আসবে যেমনটি বর্ণিত আছে: একদিন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ফুফু হযরত সুফিয়া رَضِیَ اللهُ عَنْہَا কে কেউ একজন বলে দিল যে, "আল্লাহ পাকের দরবারে রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আত্মীয়তা আপনার কোনো কাজে আসবে না" নবীয়ে পাক
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কাছে যখন এই খবর পৌঁছাল, তখন তাঁর উপর জালালিয়াতের অবস্থা ছেয়ে গেল এবং হযরত বিলাল رَضِیَ اللهُ عَنْہُ কে বললেন: হে বিলাল! লোকদেরকে জমা করো...!! তারপর তিনি মিম্বরে তাশরীফ আনলেন, আল্লাহ পাকের হামদ সানা বর্ণনা করলেন এবং বললেন: ঐসব লোকদের কী হলো যারা মনে করে যে, আমার আত্মীয়তা কোনো ফায়দা দিবে না? কিয়ামতের দিন প্রত্যেক বংশগত বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, কিন্তু আমার আত্মীয়তার সম্পর্ক বংশ দুনিয়া আখেরাতে অটুট থাকবে

(মাজমাউয যাওয়ায়িদ, কিতাবু আলামতুন নুবয়ত, বাবু ফি কারামাতি, /২৮২, হাদিস: ১৩৮২৭)

 

আল্লামা ইবনে আবিদীন শামী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: প্রায় এই শব্দগুলোর হাদিস একাধিক সনদে বর্ণিত আছে এবং এর বাইরেও অনেক হাদিস আছে যা থেকে প্রমাণিত হয় যে, রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বংশ তাঁর আওলাদদেরকে অবশ্যই উপকার পৌঁছাবে (اِنْ شَآءَ الله) তাঁরা দুনিয়া থেকে ভালো অবস্থায় বিদায় নিবে এবং আখেরাতে নাজাত পাবে নিঃসন্দেহে তাঁর পবিত্র আওলাদগণ দুনিয়া আখেরাতে বড়ই সৌভাগ্যবান

(রসায়িলু ইবনু আবেদীন, আর রিসালাতুল উলা, আল ইলমুয যাহির ফি নাফাউন নসবুত তাহির, /২৭)