Book Name:Baap Ki Azmat o Shan
করছে, তখন পিতা নিজের বাজেট নষ্ট করে হলেও নিজের সন্তানের ইচ্ছা পূরণ করে।
সাধারণত গাছের নিচে ছায়া থাকে কিন্তু গাছ উপর থেকে খুব গরম থাকে কারণ সে সমস্ত রোদ নিজের উপরে নিয়ে নেয়। এটাই হয় পিতার অবস্থা যে, সে নিজে বিপদ সহ্য করে আর নিজের সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ামতে ভরপুর রাখে। পিতা আল্লাহ পাকের এক অনেক বড় নেয়ামত, পিতাই সন্তানকে আঙ্গুল ধরে হাঁটতে শেখায়, পিতা সব সময় চায় যে, আমার সন্তান উন্নতি করুক, কেউ উন্নতি করলে সাধারণত মানুষ তাকে হিংসা করে কিন্তু পিতা সেই সত্তা যে, সন্তান উন্নতি করলে পিতার বুক প্রশস্ত হয়ে যায়, পিতা নিজে দুঃখ সহ্য করে কিন্তু নিজের সন্তানদের দুঃখী হতে দেয় না। সন্তান Demoralize (হতাশগ্রস্ত) হয়ে গেলে বা কোন মুসিবতে পড়ে গেলে পিতাই তার সাহস বাড়ায়, এই পিতাই কঠিন মুহূর্তে সাহস যোগানোর বাক্য বলে, বেটা টেনশন নিও না, বেটা পেরেশান হয়ো না, বেটা! ঘাবড়িও না, বেটা দুঃখ করো না! আমি আছি তো - এই বাক্যগুলি একজন পিতারই মুখ থেকে বের হয়ে সন্তানের টেনশন দূর করছে। অথচ এমন পরিস্থিতিতে পিতা নিজেও ঘাবড়ে যান, তিনিও টেনশনে থাকেন কিন্তু ঘরে কারো কাছে প্রকাশ করেন না যে, তিনি কত পেরেশান আছেন, তার উপর কত মুসিবত এসেছে। তিনি জানেন যে, সন্তানদের বা সন্তানদের মাকে বললে তারাও টেনশনে পড়ে যাবে, তাদের টেনশনে ফেলার কী দরকার? আরে আমি আছি তো! সহ্য করে নেবো, তারপর কখনো ঋণ নেয় তো কখনো কঠিন জীবন কাটায়, কখনো ডাবল ডিউটি করে তো কখনো কারো কাছ থেকে ধার নেয়, কখনো কারো