Baap Ki Azmat o Shan

Book Name:Baap Ki Azmat o Shan

বাচ্চাটি কম্বল আনল তখন সেই অবাধ্য ছেলে দেখল যে, কম্বলটি মাঝখান থেকে কেটে দুই টুকরা করা হয়েছে এবং অর্ধেক কম্বল আনা হয়েছে, সেই অবাধ্য ছেলে তার ছেলেকে বলল: তুমি অর্ধেক কম্বল কেন এনেছ? সে বলল: অর্ধেক তাদের জন্য এনেছি আর যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন তখন আপনাকেও তো আমি কোথাও ফেলে দিতে যাব, তখন অর্ধেক আপনাকে দিয়ে দেবো এখন সেই অবাধ্য ছেলের চোখে পানি এসে গেল, সে বুঝতে পারল যে, আজকে আমি আমার পিতার সাথে যা করতে যাচ্ছি কালকে আমার সন্তানরাও আমার সাথে সেটাই করবে

যেমন কর্ম তেমন ফল

বর্ণিত আছে যে, একজন ছেলে তার পিতার উপর বিরক্ত হয়ে তাকে গাড়িতে বসাল এবং পরিকল্পনা করল যে, অমুক নদীর ধারে পৌঁছে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে যখন সে তার পিতাকে নিয়ে সেই শহরের সেতুর উপর পৌঁছাল তখন পিতা বুঝতে পারলেন এবং বললেন: বেটা! এখানে নয়, একটু আগে গিয়ে যেখানে পানি গভীর সেখানে আমাকে ধাক্কা দিও ছেলে বলল: এটা আপনি কী বলছেন? তিনি বললেন: কারণ আমি আমার পিতাকে ঠিক এই জায়গায় ধাক্কা দিয়েছিলাম আজকে তুমি আমার সাথে যা করতে যাচ্ছ, আমি আমার পিতার সাথে এটাই করেছিলাম যার প্রতিদান আমি পাচ্ছি (যেমন কর্ম তেমন ফল, পৃষ্ঠা ৯০) এই দুনিয়া কর্মফলের জগৎ, যে সন্তান তার পিতার প্রতি শ্রদ্ধাশীল হয়, তবে ভবিষ্যতে তার সন্তানও তার প্রতি শ্রদ্ধাশীল হবে যদি আপনি কোথাও সন্তানদের তাদের পিতার হাত চুমু খেতে দেখেন, তবে তাদের জিজ্ঞেস করুন যে, মনে হয় আপনি আপনার পিতার সম্মান শ্রদ্ধা করেছেন, সে অবশ্যই বলবে যে, اَلْحَمْدُ لِلّٰه