Baap Ki Azmat o Shan

Book Name:Baap Ki Azmat o Shan

ó কিছুক্ষণ ডান পার্শ্ব হয়ে ডান হাত গালের নিচে রেখে কিবলামুখী হয়ে শয়ন করুন এরপর বাম পার্শ্ব হয়ে শয়ন করুন (প্রাগুক্ত) ó শয়ন করার সময় কবরে শয়ন করার কথা খেয়াল করুন, কেননা সেখানে একা শয়ন করতে হবে আপন আমল ব্যতীত কেউ সঙ্গী হবে না, ó শয়ন করার সময় আল্লাহ্ তাআলার স্মরণ, তাহলীল তাসবীহ পাঠ করতে থাকুন, (অর্থাৎ لَا اِلٰہَ اِلَّااللهُ ۔ سُبْحٰنَ الله ۔ اَلْحَمْدُ لِلّٰه পড়তে থাকুন) ঘুম আসা পর্যন্ত এভাবে করতে থাকুন কেননা মানুষ যে অবস্থায় শয়ন করে অবস্থায় উঠে এবং যে অবস্থায় মৃত্যু বরণ করবে কিয়ামতের দিন অবস্থায় উঠবে (প্রাগুক্ত) ó জাগ্রত হওয়ার পর দোয়া পাঠ করুন: اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ اَحْیَانَا بَعْدَ مَا اَمَاتَنَا وَاِلَیْہِ النُّشُوْرُ (বুখারী শরীফ, /১৯৬, হাদীস ৬৩২৫) অনুবাদ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে মৃত্যুর পর জীবিত করেছেন এবং তারই দিকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে ó সময় বিষয়ের দৃঢ় সংকল্প করুন পরহেযগারী তাকওয়া অবলম্বন করবো, কারো উপর জুলুম করবো না (ফতোওয়ায়ে আলমগিরী, /৩৭৬) ó যখন বালক বা বালিকার বয়স ১০ বছর হয়েছে তাদেরকে আলাদা আলাদাভাবে ঘুমানোর ব্যবস্থা করা উচিত বরং বিষয়ের বালককে সমবয়সী কিংবা তার চাইতে বড় পুরুষের সাথে ঘুমাতে দিবেন না (দুররে মুখতার রদ্দুল মুহতার, /৬৩০)

    বিভিন্ন ধরণের হাজারো সুন্নাত শিখতে মাকতাবাতুল মদীনা কর্তৃক প্রকাশিত দুটি কিতাব বাহারে শরীয়ত ১৬তম খন্ড (৩১২ পৃষ্ঠা) এছাড়া ১২০ পৃষ্ঠা সম্বলিত কিতাব সুন্নাত আদব, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর লিখিত পুস্তিকা ১০১ মাদানী ফুল ১৬৩ মাদানী ফুল হাদিয়ার বিনিময়ে সংগ্রহ করে পাঠ করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد