Book Name:Baap Ki Azmat o Shan
পাক صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ এর মুবারক যুগের একটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা লক্ষ্য করুন:
দুঃখী পিতার কাহিনী তার নিজের মুখে
প্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ এর দরবারে একজন ছেলে পিতার বিরুদ্ধে অভিযোগ নিয়ে উপস্থিত হলো যে, হুযুর! আমার পিতা আমার সম্পদ নিতে চান। নবী পাক صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ ইরশাদ করলেন: পিতাকে নিয়ে আসো। পিতাকে নিয়ে আসা হলো, তখন নবী পাক صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ ইরশাদ করলেন: তোমার ছেলে বলছে যে, তুমি তার সম্পদ নিতে চাও? তিনি আরয করলেন: হুযুর! তাকে এটাও জিজ্ঞেস করুন যে, সম্পদ নিয়ে কী করি? তার থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে আমি কী করি? আমার আত্মীয়-স্বজনদের মেহমানদারী করি এবং আমার স্ত্রী-সন্তানদের প্রয়োজন মেটাই। তখনও আলোচনা চলছিল, এই সময়ে জিব্রাইল আমিন عَلَیْہِ السَّلَام উপস্থিত হলেন এবং বললেন: হুযুর! এই পিতা মনে মনে কিছু কবিতা রচনা করেছেন, এখনও সেই কবিতা তার নিজের মুখে আসেনি, হুযুর! আপনি তাকে বলুন যে, সে কবিতাগুলো শোনাক। নবী পাক صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ গায়েবের সংবাদ দিয়ে ইরশাদ করলেন যে, তুমি কিছু কবিতা চিন্তা করেছ যা এখনও তোমার মুখে আসেনি। এতে সে বললা: আল্লাহ পাক সব সময় আপনার মু'জিযা দ্বারা আমাদের হৃদয়ের বিশ্বাস ও দৃষ্টি বৃদ্ধি করতে থাকেন। এখন সেই পিতা নবী পাকصَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ কে সেই কবিতাগুলো শোনালেন, যার অনুবাদ হলো: "আমি তোমাকে খাদ্য যোগান দিয়েছি, যখন থেকে তুমি জন্মগ্রহণ করেছ, তোমার বোঝা বহন করেছি, যখন তুমি ছোট্ট ছিলে, আমার উপার্জিত অর্থ